কার্জনগেট এলাকায় থাকা কার্নিভালের মূল মঞ্চে চাঙ্কি পাণ্ডেকে পাশে বসিয়ে বাংলার দুর্গাপুজোর জৌলুশ ও মাহাত্ম্য ব্যাখ্যা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। দুর্গাপুজো কার্নিভাল দেখে উচ্ছ্বসিত অভিনেতা চাঙ্কি পাণ্ডে এ দিন মঞ্চে বসেই কার্নিভালে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা জানান তিনি। এমনকি তিনি মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, “জয় দুর্গা মাইকী। এমন সুন্দর কার্নিভাল দেখে আমি অভিভূত। আই লাভ বর্ধমান”।
advertisement
আরও পড়ুনঃ ত্রয়োদশীতে বড় খবর! বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, অবশেষে বিয়ের তারিখ ফাঁস
মোট ৩১ টি পুজো কমিটি এদিন বর্ধমানে অনুষ্ঠিত কার্নিভালে অংশ নেয়। কার্নিভাল দেখতে এ দিন শহরের উপর দিয়ে যাওয়া জিটি রোডের প্রায় ৪ কিমি রাস্তার দুই ধারে অগুনিত মানুষ ভিড় জমান। বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডে ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়াও জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীস সেন-সহ জেলার অন্যান্য বিধায়ক ও প্রশাসনিক কর্তারা কার্নিভালে অংশ নেন।
আরও পড়ুনঃ রেড রোডের মতো পুজোর কার্নিভালে জমজমাট হুগলি
বর্ধমানের পুলিশ লাইন থেকে কার্নিভাল শুরু হয়। কার্নিভালের জন্য শহর বর্ধমানের বিস্তীর্ণ রাস্তা নানা রঙের আলোয় সাজিয়ে তোলা হয়। কার্নিভালে অংশ নেওয়া প্রতিটি পুজো কমিটির কলাকুশলীরা কার্জন গেটের মূল মঞ্চের সামনে তিন মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। কার্নিভাল শেষ হয় পাঞ্জাবি পাড়া মোড় এলাকা। কার্নিভাল সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে এ দিন দুপুর থেকে জিটি রোডে যানবাহন চলাচল নিয়ন্ত্রন করা হয়। শহর জুড়ে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ। অ্যাম্বুলেন্স সহ পানীয় জলেরও ব্যবস্থা রাখা হয়।
কার্নিভালে ছিল ছৌ নাচ, মহিলা ঢাকি, রণ-পা ও আদিবাসী নাচ। নানারকম থিমে শোভাযাত্রাকে সাজিয়ে তুলেছিলেন কার্নিভালে অংশ নেওয়া পুজো উদ্যোক্তারা।
Malobika Biswas