TRENDING:

Durga Puja 2023: বাগদি পাড়ার বাসিন্দারা ছাড়া এই বনেদি বাড়ির প্রতিমা নিরঞ্জন হয় না

Last Updated:

মঙ্গলকোটের কোঁয়ার পরিবারের দুর্গাপুজোর ঐতিহ্য অতি প্রাচীন। ৩০০ বছরের পুরনো এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে অনেক ঐতিহ্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: সাধারণত যেভাবে আর পাঁচ জায়গায় দেবী দুর্গার পুজো হয়, সেইভাবেই এই জমিদার বাড়িতেও দেবীর আরাধনা হয়। তবে এই জমিদার বাড়ির পুজোর একটি বিশেষ আকর্ষণ হল পুজোর ঘট। এখানে যে ঘট আছে সেটিতে নাকি প্রায় ৪০ লিটার জল ধরে! আর আজও পুরনো রীতি মেনে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন করেন গ্রামের বাগদি পাড়ার বাসিন্দারা। বাগদি পাড়ার বাসিন্দাদের ছাড়া আজ অবধি কখনও দেবী প্রতিমা বিসর্জন হয়নি মঙ্গলকোটের সাঁওতার কোঁয়ার বাড়ির দুর্গাপুজোর।
advertisement

আরও পড়ুন: ছোট্ট দুর্গা প্রতিমা তৈরি করে সাড়া ফেলে দিল নবম শ্রেণির দীপঙ্কর

মঙ্গলকোটের এই বনেদি বাড়ির পুজোয় পরিবার সহ গ্রামের সকলেই আনন্দে মেতে ওঠেন। পরিবারের বহু সদস্য কর্মসূত্রে বিদেশে থাকলেও পুজোর কটা দিন সকলে মিলিত হন এক জায়গায়। পরিবারের সদস্য স্বরূপ কোঁয়ার বলেন, আমাদের পুজোর আরও একটি বিশেষ ঐতিহ্য হচ্ছে, পরিবারের সদস্যরা সারা বছর যে যেখানেই থাকুক পূজোর অন্তত একটা দিন হলেও আমরা সকলে মিলে একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করি।

advertisement

View More

বনেদি বাড়ির পুজো মানেই কোথাও নাট মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার কোথাও গোটা মন্দিরজুড়ে ঝলমলে ঝাড়বাতির আলো। এখানেও তার অন্যথা হয় না। পুজোর আগেই শুরু হয়ে যায় ঠাকুর দালান রং করা। ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিবারের সদস্যরা পুজোর চারদিন মিলিত হন একসঙ্গে। শুরু হয়ে যায় হইচই, খাওয়াদাওয়া। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক সাবেক জমিদারি আমলের পুজো। এখনও পুজোর নিয়মে বজায় আছে সাবেকিয়ানা।

advertisement

কথিত আছে প্রায় ৩০০ বছর আগে গ্রামেরই এক ব্রাহ্মণ প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন। গোটা গ্রামে তখন ওই একটিই পুজো হতো। একবার হঠাৎই কোনও অজ্ঞাত কারনে ব্রাহ্মণ জানান তিনি আর পুজো আর করতে পারবেন না। এরপর গ্রামের জমিদার কাঙালকৃষ্ণ কোঁয়ার ওই পুজোর দ্বায়িত্ব নেন। সেই থেকে পুজো হয়ে আসছে। জমিদারি চলে গেলেও আজও কোঁয়ার পরিবারের অধীনে ৫ টি বড় বড় পুকুর আছে। সেই পুকুরের আয় থেকে দুর্গাপুজো হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Durga Puja 2023: বাগদি পাড়ার বাসিন্দারা ছাড়া এই বনেদি বাড়ির প্রতিমা নিরঞ্জন হয় না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল