TRENDING:

Durga Puja 2023: প্রাচীন এই পুজোয় রীতি মেনে নৌকা করে প্রতিমাকে ঘোরানোর পরই হয় নিরঞ্জন! বিসর্জন দশমীর দিন উপচে পড়ে মানুষের ভিড়

Last Updated:

পুজো শেষ, মঙ্গলবার দশমীর দিন ঘাটে ঘাটে চলেছে প্রতিমা নিরঞ্জনের পালা। সেরকমই পুরানো রীতি মেনে বিশেষ ভাবে নিরঞ্জন হয় পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড়ে। সমুদ্রগড়ের দেবী দুর্গা 'লোচন মাতা' নামে পরিচিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পুজো শেষ, মঙ্গলবার দশমীর দিন ঘাটে ঘাটে চলেছে প্রতিমা নিরঞ্জনের পালা। সেরকমই পুরানো রীতি মেনে বিশেষ ভাবে নিরঞ্জন হয় পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড়ে। সমুদ্রগড়ের দেবী দুর্গা ‘লোচন মাতা’ নামে পরিচিত। এই পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন স্থানীয়রা। দূর-দূরান্ত থেকে পুজো উপভোগ করতে আসেন অনেকেই। তবে প্রতিমা নিরঞ্জনের দিন উপচে পড়ে ভিড়। আশ পাশের গ্রাম থেকে প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত হন এই প্রতিমা নিরঞ্জন দেখার জন্য। যে নদীতে বিসর্জন হয় অর্থাৎ মুড়িগঙ্গা নদীর পাড়ে পা রাখার জায়গা থাকেনা।
advertisement

জানা গিয়েছে এই পুজো প্রায় ৩০০ বছরেরও বেশি পুরানো। পুরানো রীতি মেনে এখনও দেবীকে নৌকায় করে নদীতে ঘোরানো হয় । নদীতে ঘোরানোর পরে তারপর প্রতিমা নিরঞ্জন করা হয় । আরও জানা গিয়েছে আগে এই মুড়িগঙ্গা নদীতে একসঙ্গে ৪ টি দুর্গা প্রতিমা নিরঞ্জন হত।

আরও পড়ুন: পূর্ণবয়স্ক মানুষের হাতের তালুর চেয়েও ছোট দুর্গামূর্তি! দশমীর রাতে তাক লাগাল কলকাতার ক্ষুদে

advertisement

তবে বর্তমানে বাকি তিনটে প্রতিমা না এলেও  পুরানো রীতি অনুযায়ী সমুদ্রগড়ের ‘লোচন মাতা’র বিসর্জন এখানেই হয়। নৌকায় করে যখন দেবীকে নদীতে ঘোরানো হয় তখন , নদীর পাড়ে উপচে পড়ে মানুষের ভিড়। কয়েকশো বছর ধরে এভাবেই প্রতিমা নিরঞ্জন হয়ে আসছে।

View More

আরও পড়ুন: ৫০ বছরের প্রথা ভেঙে গড়লেন ইতিহাস; তবে রাবণ দহনের সময় তির নিক্ষেপ করতে ব্যর্থতার কারণে ট্রোলিংয়ের মুখে কঙ্গনা

advertisement

এই প্রসঙ্গে, এক পুজো উদ্যোক্তা বলেন, “আমাদের এই ঠাকুর নৌকায় তুলতেই হবে । নৌকায় ঘোরানোর পর হয় নিরঞ্জন। আগে চারটে ঠাকুর নিরঞ্জন হত। কিন্তু বাকিরা এখন এই প্রথা আর বজায় রাখতে পারেনি। তবে আমাদের ঠাকুর প্রথম থেকেই একইরকম ভাবে বিসর্জন হয়ে আসছে।”

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Durga Puja 2023: প্রাচীন এই পুজোয় রীতি মেনে নৌকা করে প্রতিমাকে ঘোরানোর পরই হয় নিরঞ্জন! বিসর্জন দশমীর দিন উপচে পড়ে মানুষের ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল