Purba Bardhaman: ক্যাম্প বা ভ্যান নয় এবার বাড়িতেই দুয়ারে সরকার
Last Updated:
যে সমস্ত মানুষ দুয়ারে সরকার শিবিরে আসতে পারেন না তাদের জন্য রাজ্যের বিভিন্ন অংশে আগেই মোবাইল ভ্যান শুরু হয়েছে , যেই ভ্যান গুলি বাড়িতে বাড়িতে গিয়ে দুয়ারে সরকারের মাধ্যমে সরকারি প্রকল্প গুলির পরিষেবা দেয় ।
পূর্ব বর্ধমান : যে সমস্ত মানুষ দুয়ারে সরকার শিবিরে আসতে পারেন না তাদের জন্য রাজ্যের বিভিন্ন অংশে আগেই মোবাইল ভ্যান শুরু হয়েছে , যেই ভ্যান গুলি বাড়িতে বাড়িতে গিয়ে দুয়ারে সরকারের মাধ্যমে সরকারি প্রকল্প গুলির পরিষেবা দেয় । তবে দুয়ারে সরকার এবার শিবির বা ভ্যানে নয়, সরাসরি বাড়িতে। সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার , বিধায়ক সহ পঞ্চায়েত সমিতির আধিকারিকরা হাজির বাড়িতে বাড়িতে। অসহায় দুঃস্থ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধে দিতে দিতে পূর্ব বর্ধমান জেলার গোবিন্দপুর পঞ্চায়েত অন্তর্গত সোনাকুড় ও কুরমুন দুই গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সোনাপলাশী গ্রামে হাজির তাঁরা।