প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, সোমবার সকাল ছটা নাগাদ পুলিশের একটি পেট্রোলিং ভ্যান ব্রিজ থেকে নামছিল। সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি যাত্রীবাহী বাস। এলাকার মানুষের অভিযোগ, এই এলাকার বাস চালকরা প্রত্যেকেই বেপরোয়াভাবে গাড়ি চালান। এদিন ওই বেসরকারি বাসটি দ্রুতগতিতে মোড়বাঁধের দিক থেকে গুসকরার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। ব্রিজের মুখে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে সোজাসুজি পুলিশের ভ্যানটিকে ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
advertisement
আরও পড়ুন: শৌচকর্মের জল দূর থেকে বয়ে আনতে হয় ছাত্রদের! বেহাল অবস্থায় চলছে প্রাইমারি স্কুল
এই দুর্ঘটনার পরই ঘটনাস্থলে উপস্থিত মানুষজন আহত পুলিশকর্মীদের স্থানীয় বন নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা পুলিশের গাড়ির চালক বিশ্বনাথ মুর্মুকে মৃত বলে ঘোষণা করেন। আহত পুলিশ কনস্টেবল কমলেশ সিং ও দুই সিভিক ভলেন্টিয়ার শ্রীকান্ত সিনহা ও আশিস প্রামাণিককে বামচাদাইপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁদের সেখানেই চিকিৎসা চলছে। এই ঘটনায় মৃতের পরিবারের পাশাপাশি পুলিশ মহলেও শোকের ছায়া নেমে এসেছে।