TRENDING:

Purba Bardhaman News: মেমারী কেনেল ক্লাবের উদ্যোগে কুকুর প্রদর্শনী ও প্রতিযোগিতা

Last Updated:

মেমারী কেনেল ক্লাব এর উদ‍্যোগে মেমারী নুদিপুর মোড় শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন প্রাঙ্গণে কুকুর প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হল এদিন। এই প্রদর্শনী এবছর দ্বিতীয় বর্ষে পা দিল। এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ‍্য থেকে শতাধিক কুকুরপ্রেমী তাদের কুকুর নিয়ে উপস্থিত হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : মেমারী কেনেল ক্লাব এর উদ‍্যোগে মেমারী নুদিপুর মোড় শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন প্রাঙ্গণে কুকুর প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হল এদিন। এই প্রদর্শনী এবছর দ্বিতীয় বর্ষে পা দিল। এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ‍্য থেকে শতাধিক কুকুরপ্রেমী তাদের কুকুর নিয়ে উপস্থিত হন। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেমারী কেনেল ক্লাবের প্রধান কর্ণধার ঐশী সিংহরায় এবং বিশিষ্ট পশুপ্রেমি ঐশ্বর্য মুখার্জী। তাদের সঙ্গে ছিলেন বিচারকগণ সহ স্থানীয় সমাজসেবী প্রশান্ত সিংহরায়। এদিন কুকূর প্রদর্শনী দেখতে বহু দর্শক উপস্থিত হন ফাউন্ডেশন প্রাঙ্গণে।
advertisement

এ বিষয়ে ঐশী সিংহ রায় জানান, পৃথিবীতে মানুষ কখনো একা বেঁচে থাকতে পারেনা। প্রাকৃতিক ভারসাম‍্য বজায় রাখার ক্ষেত্রে ভাইরাস থেকে বহুকোষী জীব প্রত‍্যেকের অবদান অপরিসীম। তাই মানুষকে আরও বেশি করে পশুদের প্রতি সচেতন হতে হবে। সমস্ত প্রাণী, পশু-পাখি সকলের প্রতি আমাদের নজর রাখতে হবে, তাতে আখেরে কিন্তু মানুষই লাভবান হবেন। এদিন এই কুকুর প্রদর্শনী ও প্রতিযোগিতায় এসেছিলেন বহু মানুষ। বিভিন্ন প্রজাতির কুকুর এখানে অংশগ্রহণ করল প্রতিযোগিতায়।

advertisement

আরও পড়ুনঃ ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা! তদন্তে বর্ধমান থানার পুলিশ

এই ডগ শো এদিন সকাল থেকে চলে রাত ১০ টা পর্যন্ত। এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় দেখে যায় বিভিন্ন প্রান্ত থেকে আসা কুকুরগুলি অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। এদিন এই কুকুর প্রদর্শনী ও প্রতিযোগিতায় এসেছিলেন বহু মানুষ। বিভিন্ন প্রজাতির কুকুর এখানে অংশগ্রহণ করল প্রতিযোগিতায়। এই ডগ শো এদিন সকাল থেকে চলে রাত ১০ টা পর্যন্ত। এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় দেখে যায় বিভন্ন প্রান্ত থেকে আসা কুকুরগুলি অংশগ্রহণ করে প্রতিযোগিতায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: মেমারী কেনেল ক্লাবের উদ্যোগে কুকুর প্রদর্শনী ও প্রতিযোগিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল