Purba Bardhaman News: ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা! তদন্তে বর্ধমান থানার পুলিশ

Last Updated:

রাতের অন্ধকারে বর্ধমান শহরের গোলাপবাগ এলাকায় ভারতীয় স্টেট ব্যাঙ্কের শাখায় চুরির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য। রাতের দিকে এই ঘটনা ঘটলেও এদিন সকালে ব্যাঙ্কের কর্মীরা ঘটনার সম্পর্কে জানতে পারেন।

+
title=

#পূর্ব বর্ধমান : রাতের অন্ধকারে বর্ধমান শহরের গোলাপবাগ এলাকায় ভারতীয় স্টেট ব্যাঙ্কের শাখায় চুরির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য। রাতের দিকে এই ঘটনা ঘটলেও এদিন সকালে ব্যাঙ্কের কর্মীরা ঘটনার সম্পর্কে জানতে পারেন। ব্যাঙ্কের পিছনের দিকে শৌচাগারের জানালার গ্রীল কেটে ভল্ট ভাঙার চেষ্টা করে কয়েকজন দুস্কৃতী বলে এদিন পুলিশ জানিয়েছে। গোটা বিষয়টি স্থানীয় রিজিউনাল অফিসে জানানোর পরে তাদের নির্দেশেই পুলিশকে জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে ব্যাঙ্কের পক্ষ থেকে একটি কম্পিউটার সহ সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে দুস্কৃতি দলটি পালিয়েছে বলেই থানায় অভিযোগ করা হয়েছে। ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন টাকা দুষ্কৃতীরা নিয়ে যেতে পারেনি। পাশাপাশি ব্যঙ্কের ভল্টও সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যদিও ব্যাঙ্কের ভিতরে থাকা বিপদ ঘন্টি বেজে ওঠায় চোরের দল পালিয়েছে বলে ব্যাঙ্কের পক্ষ থেকে দাবি করা হলেও পুলিশের প্রাথমিক তদন্তে সাইরেন বাজার আওয়াজ আশপাশ এলাকার কোন লোক শুনতে পায়নি।
advertisement
আরও পড়ুনঃ মেমারী কেনেল ক্লাবের উদ্যোগে কুকুর প্রদর্শনী ও প্রতিযোগিতা
তবে যেভাবে দুষ্কৃতীরা ব্যাঙ্কের পিছনের দিক দিয়ে ঝোঁপ জঙ্গল পেরিয়ে শৌচাগারের জানলার গ্রিল কেটে ভিতরে ঢুকেছিল তাতে পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতী দল রেইকি করেই এই প্রস্তুতি নিয়েছিল। তদন্তকারী পুলিশ অফিসারেরা সব দিক খতিয়ে দেখছে। পুলিশের তদন্তকারী দলের অফিসারদের প্রাথমিক অনুমান, এই কাজ স্থানীয় কোনো দুষ্কৃতী দলের কাজ নাও হতে পারে, এক্ষেত্রে বিহার বা ঝাড়খণ্ড এলাকার কোনো গ্যাং এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা! তদন্তে বর্ধমান থানার পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement