এছাড়াও বিনা পয়সায় চিকিৎসা তো রয়েইছে। রাজ্য সরকার হয়তো তার এই সব কাজগুলি বিশদে জেনেছেন, উপলব্ধি করেছেন তাই ই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে ধারণা সুশীল মুর্মের। যেকোনো সম্মান মানুষের দায়িত্ববোধ বাড়িয়ে দেয়, আগামী দিনে আরও ভালো কাজের মাধ্যমে এই সম্মানের মর্যাদা রাখার চেষ্টা করবেন বলে জানান তিনি।
আরও পড়ুনঃ ভিন ধর্মে প্রেম করায় খুন, গ্রেফতার বাবা ও দাদা
advertisement
পাশাপাশি এদিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সম্মান জানায়। সব মিলিয়ে এই সম্মান পেয়ে খুশি চিকিৎসক সুশীল মুর্মু ।
আরও পড়ুনঃ কার্জন গেট চত্বরকে বিজ্ঞাপন মুক্ত করতে উদ্যোগী পৌরসভা
সুশীল মুর্মু বলেন, ভালো লাগছে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়ে তবে পুরস্কার পাবো বলে কোনও কাজ করিনি। আমি পিছিয়ে পড়া জাতি উপজাতিদের জন্য কাজ করতে ভালোবাসি তাই তাদের জন্য কিছু করতে চাই । এলাকায় এলাকায় গিয়ে মানুষকে ডাইনি কুপ্রথা নিয়ে বোঝাই। পাশাপাশি ছেলে মেয়েদের শিক্ষার আলোয় আনতে চেষ্টা করি, বলেন সুশীল মুর্মু।
Malobika Biswas