কারা দূর শিক্ষা বিভাগের ফর্ম ফিলাপ করতে পারবে:
যেই সাবজেক্টে ডিস্টেন্সে এমএ করতে চাইছে পড়ুয়া তাকে সেই সাবজেক্টে ৪০% নম্বর পেতে হবে।
advertisement
কি ভাবে ফর্ম ফিলাপ করা যাবে:বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইটে বা বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষা বিভাগের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করা যাবে।
আরও পড়ুনঃ সেজে উঠেছে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট
ভর্তির সময়:
১৪ অক্টোবর থেকে আগামী এক মাস চলবে এই ফর্ম ফিলাপ।
কোর্স এর জন্য খরচ:
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দূর শিক্ষা বিভাগে পড়াশোনা করতে গেলে পাঁচ হাজার টাকা করে লাগবে। অর্থাৎ দুবছর MA এর জন্য ব্যয় করতে হবে দশ হাজার টাকা।
আরও পড়ুনঃ আউশগ্রামের শিবদা গ্রামে লক্ষ্মী প্রতিমার বিসর্জন ঘিরে ধুন্ধুমার
দূর শিক্ষা বিভাগের ক্লাসের সময়সীমা:
ডিস্টেন্স এডুকেশন মানেই গতানুগতিক সময়সীমা নয়। বিশ্ববিদ্যালয় দূরের শিক্ষা বিভাগ অর্থাৎ ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে বছরে সাতদিন করে হবে ক্লাস। দুবছর মিলিয়ে মোট ১৪ দিন ক্লাস হবে।
কোন কোন সাবজেক্টে আপাতত ভর্তি হবে না:
রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সাইন্স (political science) ও অঙ্ক (Math) এই দুটি বিষয়ে আপাতত ভর্তি হতে পারবে না পড়ুয়ারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এক সদস্য শ্যামাপ্রসাদ ব্যানার্জী বলেন, বেশ কয়েকটি ত্রুটি ছিল যার ফলে দূর শিক্ষা বিভাগ বন্ধ ছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক দূরশিক্ষা বিভাগের পূর্ণ সময়ের জন্য ডাইরেক্টর নিয়োগ করা হয়েছে। পাশাপাশি নির্দেশ মত দুজন করে প্রতিটি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার নিয়োগ করা হয়। এরপরই চলতি বছরে এই দূর শিক্ষা বিভাগ চালুর নোটিশ প্রকাশ করা হয়।
Malobika Biswas