Purba Bardhaman News: আউশগ্রামের শিবদা গ্রামে লক্ষ্মী প্রতিমার বিসর্জন ঘিরে ধুন্ধুমার
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের শিবদা গ্রামে লক্ষ্মী প্রতিমার বিসর্জন ঘিরে সংঘর্ষে জড়ালো পাশাপাশি দুই পাড়ার বাসিন্দারা। সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
#পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের শিবদা গ্রামে লক্ষ্মী প্রতিমার বিসর্জন ঘিরে সংঘর্ষে জড়ালো পাশাপাশি দুই পাড়ার বাসিন্দারা। সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় মহিলা ও পুরুষ মিলে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ ও র্যাফ বাহিনী মোতায়েন রাখা হয়েছে। আপাতত থমথমে গোটা এলাকা। জানা গিয়েছে, প্রতি বছরের মত এবছরও শিবদা গ্রামের গোয়ালগোরে বাগদিপাড়া ও পশ্চিম বাগদিপাড়ায় সার্বজনীন লক্ষ্মীপূজোর আয়োজন করা হয়েছিল।
মঙ্গলবার রাতে প্রতিমা বিসর্জন করা হয়। প্রতিমা বিসর্জনের জন্য শোভাযাত্রা বের করেছিল পশ্চিম বাগদিপাড়া। তখন গোয়ালগোরে বাগদিপাড়ার লোকজন তাদের মণ্ডপের সামনে বক্স বাজিয়ে নাচানাচি করছিল। পশ্চিম বাগদিপাড়ার শোভাযাত্রাটি গোয়ালগোরে বাগদিপাড়ায় এলে দু’পক্ষের মধ্যে ডিজের গানের সঙ্গে নাচানাচির প্রতিযোগিতা শুরু হয়।
advertisement
আরও পড়ুনঃ কালনায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত পাঁচটি দোকান
কিন্তু কিছুক্ষণ নাচানাচির পরই বচসা থেকে সংঘর্ষ বাধে। তাতেই ঝামেলা চরমে ওঠে। যদিও তখনকার মত নিজেরাই মিটমাটি করে নেয়। কিন্তু তারপর পশ্চিম বাগদিপাড়ার কয়েকজন শিবদা বাসস্ট্যান্ডে যাওয়ার সময় গোয়ালগোরে পাড়ার উপর দিয়ে যেতেই আগের রাতের ঘটনার জের ধরে গোয়ালগোরের লোকজন তাদের উপর হামলা করে পার বলে অভিযোগ। আর ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পাড়ার লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়রাই খবর দেয় পুলিশকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাবাকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে গ্রেফতার ছেলে!
খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় দু’পক্ষই একে অপরকে দায়ী করেছে ।স্থানীয়দের একাংশ বলেন, উৎসব তো ভালো। তবে উৎসব ঘিরে এই রকম অশান্তি কখনই কাম্য না।ঘটনা প্রসঙ্গে পূর্ব বর্ধমানের ডিএসপি (ডিএনটি) বীরেন্দ্র কুমার পাঠক বলেন, বক্স বাজানোকে কেন্দ্র করে দু’পাড়ার মধ্যে অশান্তি হয়েছিল । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে । এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
October 12, 2022 10:05 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: আউশগ্রামের শিবদা গ্রামে লক্ষ্মী প্রতিমার বিসর্জন ঘিরে ধুন্ধুমার