প্রতিবছরই পুজোয় ঢাক বাজাতে ৩৫ থেকে ৪০ জন ঢাক শিল্পী কালনার বারুইপাড়া থেকে যান রাজ্যের বিভিন্ন প্রান্তে ও রাজ্যের বাইরে। দীর্ঘ দুবছর আসেনি ঢাক বাজানোর ডাক। তবে এবছর ঢাক শিল্পীরা ইতিমধ্যেই মুম্বাই, পুনে, সহ বিভিন্ন জায়গা থেকে ডাক পেয়েছেন। প্রতিবছরের মতো এবছরও পুজো উদ্যোক্তারা পাঠিয়ে দিয়েছেন ঢাকিদের যাতায়াতের টিকিট। কলকাতা ছেড়ে বাইরে যান কেন?
advertisement
আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ তিনটি গ্রামের বাসিন্দাদের
এ প্রশ্নের উত্তরে তাঁরা জানান সেখানে গেলে অনেকটা বেশি পয়সা উপার্জন করা যায়। পাশাপাশি মেলে ভালো পরিমাণ বকশিশও। আর যা দিয়ে সেখান থেকে ফেরার পর বেশ কয়েকটা মাস নিশ্চিন্তে চলে যায় এই এলাকার ঢাক শিল্পীদের। তবে গত দু-বছর করোনার কারণে ডাক না পাওয়ায় তারা অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন।
আরও পড়ুনঃ সরকারি পরিযায়ী আবাসের প্রাচীর ভাঙায় ক্ষুদ্ধ পূর্বস্থলীর বাসিন্দারা
কিন্তু এ বছর ফের ডাক পাওয়ার খুশি এই এলাকার ঢাক শিল্পীরা। ঢাক শিল্পীরা জানান, আগের মত আর কদর নেই দুর্গাপুজো ছাড়া সারাবছর অন্য কিছু করেই চলে সংসার। সারাবছর তাঁরা অপেক্ষা করে থাকেন দুর্গা পুজোর জন্য। কারণ দুর্গা পুজোতেই তো আসে বাইরে থেকে ডাক। ফলে আয় হয় অনেক বেশি। যা দিয়ে মুখে হাসি ফোটে ঢাকিদের পরিবারের।
Malobika Biswas