আরও পড়ুন: শহরতলীর এই রেল স্টেশনে চালু চলমান সিঁড়ি
পূর্ব বর্ধমানের আউশগ্রাম-১ ব্লকের দিগনগর-২ পঞ্চায়েতের অন্তর্গত দ্বারিয়াপুর গ্রাম। ডোকরা শিল্পের জন্য দেশজোড়া নাম এই গ্রামের। এখানে ৩০০ থেকে ৩৫০ পরিবারের বসবাস। গ্রামের প্রায় প্রতিটি পরিবারই ডোকরা শিল্পের সঙ্গে জড়িত। এই শিল্পের উপর নির্ভর করেই তাঁদের জীবন জীবিকা অতিবাহিত হয়। ডোকরা শিল্পের বিভিন্ন জিনিস এখানে তৈরি হয়। ছোটবেলা থেকেই এই গ্রামের বাসিন্দারা ডোকরা শিল্পে হাত পাকান। অল্প বয়সেই তাঁরা দক্ষ ডোকরা শিল্পী হয়ে ওঠেন। বর্তমানে এখানে তৈরি ডোকরার গয়নার চাহিদা বহুগুণ বেড়ে গিয়েছে। তা নিয়মিত পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে।
advertisement
পূর্ব বর্ধমান খবর | Purba Bardhaman News
দ্বারিয়াপুর গ্রামে প্রথম ডোকরার গয়না তৈরি শুরু করেন পূজা কর্মকার। বর্তমানে তাঁর তৈরি ডোকরার গয়না পাড়ি দিচ্ছে কলকাতা, দিল্লি, ঝাড়খণ্ড, বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন শহরে। এই প্রসঙ্গে পূজা কর্মকার বলেন, দশ বছর বয়স থেকে আমি ডোকরার গয়না তৈরি শুরু করেছি। বিয়ের পরে এই কাজে আরও বেশি উৎসাহ পাই। তাঁর দেখেই গ্রামের বাকিরাও ডোকরার গয়না তৈরি শুরু করেছেন বলে জানান পূজাদেবী। তবে সূক্ষ্ম কাজের জন্য ডোকরার গয়না তৈরি করতে একটু বেশি সময় লাগে। যদিও ভাল দাম পাওয়ায় সেই অতিরিক্ত খাটুনি পুষিয়ে যায় শিল্পীদের।