North 24 Parganas News: শহরতলীর এই রেল স্টেশনে চালু চলমান সিঁড়ি

Last Updated:

যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে বারাসত স্টেশনে চলমান সিঁড়ি চালু করল রেল। খুশি যাত্রীরা

উত্তর ২৪ পরগনা: যাত্রী স্বাচ্ছন্দের দিকে লক্ষ্য রেখে বারাসত স্টেশনে চালু হল চলমান সিঁড়ি। উত্তর শহরতলীর অন্যতম ব্যস্ত স্টেশন এটি। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এই চলমান সিঁড়ি চালু হওয়ার ফলে তাঁদের অনেকেরই সুবিধে হল। বিশেষ করে বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের এর ফলে রেলের ওভারব্রিজ পাড় হতে অনেক বেশি সুবিধে হবে।
লকডাউনের পরপরই বারাসত স্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু করে রেল। এটিকে মডেল স্টেশন ঘোষণা করা হয়। যাত্রীরা যাতে রোদ-ঝড়-জলে অসুবিধেয় না পড়েন তার জন্য স্টেশন চত্বরে তৈরি করা হয় বেশ কয়েকটি ছাউনি। গোটা স্টেশন ঘিরে দেওয়া হয় গার্ডরেল দিয়ে। কলকাতার ঐতিহ্যপূর্ণ স্থান, মনীষীদের ছবি দিয়ে সাজানো হয় উত্তর ২৪ পরগনার সদর শহরের এই রেল স্টেশনটিকে।
advertisement
advertisement
এর পাশাপাশি বারাসত স্টেশনে চলমান সিঁড়ি চালুর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর উদ্যোগ ও রেল বিভাগের সহযোগিতায় অবশেষে চলমান সিঁড়ি ব্যবহার করতে পারছেন এখানকার যাত্রীরা। এই চলমান সিঁড়ি চালু হাওয়ায় খুশি যাত্রীরা। এই প্রসঙ্গে রূপালী সাহা নামে এক যাত্রী বলেন, জংশন হিসেবে বারাসত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। শিয়ালদহ থেকে এসে এখান থেকেই বনগাঁ ও বসিরহাটের লাইন ভাগ হয়ে যায়। ফলে এই স্টেশনে যাত্রীদের চাপও বেশি থাকে। তাই এই চলমান সিঁড়ি বসানোর সিদ্ধান্ত একেবারেই সঠিক। প্রচুর মানুষের এই কারণে উপকৃত হবেন। আমাদেরও আর কষ্ট করে সিঁড়ি ভেঙে যাতায়াত করতে হবে না।
advertisement
রুদ্রনারায়ণ রায়
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: শহরতলীর এই রেল স্টেশনে চালু চলমান সিঁড়ি
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement