এইখানে ব্যাংকের মতো লেনদেন এটিএমের মাধ্যমে পরিষেবা দেওয়া হবে বলেও জানা গিয়েছে । এই C.S.P ভবন যে যে পরিষেবা দেবে সেগুলি হল, কিষান ক্রেডিট কার্ড, কৃষক ঋণ, স্বনির্ভর গোষ্ঠী গুলির স্বল্পমেয়াদি ঋণ , সেভিংস , ATM C.S.P ব্যাঙ্কিং ।
আরও পড়ুনঃ রাস্তার ধারেই আবর্জনার স্তূপ! দুর্গন্ধে নাভিশ্বাস এলাকাবাসীর!
advertisement
এ বিষয়ে সমবায় সমিতির এডভাইজার হরিচরণ সামন্ত বলেন, এই C.S.P এর আওতায় ডিপোজিট হোল্ডারের ১৮৯৭ টা একাউন্ট আছে। সদস্য রয়েছেন ৭১০জন । সাধারণ মানুষকে ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।
আরও পড়ুনঃ কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড বর্ধমান! বাড়ির চালে ভেঙে পড়েছে গাছ! দুর্ঘটনার কবলে একাধিক মানুষ!
সমবায় সমিতি বহু দিন ধরে এলাকার মানুষদের জন্য কাজ করছে । ফলে এই C.S.P টি ও হল তারই অঙ্গ। গ্রাহকরা যে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে সুবিধা পান সে সমস্ত সুবিধে এই সমবায় সমিতির C.S.P থেকে পাবেন।
Malobika Biswas