সেখানে দেখানো হয়েছে প্রকল্পটির খরচ বাবদ ১ লক্ষ ৬২ হাজার ২৫১ টাকা খরচ হয়েছে। অথচ প্রকল্পটি তৈরি হয়নি। এদিকে এ বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী রাজনৈতিক দল গুলি। কী ভাবে এই রকম দুর্নীতি হল এ প্রশ্নের উত্তরে কালেখাতলা এক পঞ্চায়েতের প্রধান রুমা দাস জানান, যে সুপারভাইজার কাজটি করছিল তার হঠাৎ শরীর খারাপ হয়ে যায় সেই কারণেই কাজটি সম্পন্ন করা যায়নি। বিডিও অফিস থেকে অনুসন্ধান করে গেছে, যেমন নির্দেশ আসবে সেইমত আগামী দিনে কাজ করা হবে।
advertisement
আরও পড়ুনঃ বজরংবলি, দুর্গা, বাঁকে বিহারী ও গণেশের নিত্য পুজো হচ্ছে শহরের এই মন্দিরে
স্থানীয় বাসিন্দারা বলেন, কাজের কাজ কিছুই হয়নি। জলশোষক গর্ত তৈরি হয়নি। তবে যে জমিতে প্রকল্পটি বাস্তবায়িত হত সেই জমিতে ফলকে লেখা কাজের জন্য ১ লক্ষ ৬২ হাজার ২৫১ টাকা খরচ হয়েছে। এটা কি করে সম্ভব এ নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পাশাপাশি স্থানীয়রা বলেন, যে কাজের নামে ফলক তৈরি হয়ে গেল তবে গর্ত তৈরির কাজ হল না। ফলে দ্রুত অসম্পূর্ণ কাজ শেষ করার দাবি করেন তাঁরা।
Malobika Biswas