Purba Bardhaman: বজরংবলি, দুর্গা, বাঁকে বিহারী ও গণেশের নিত্য পুজো হচ্ছে শহরের এই মন্দিরে

Last Updated:

কলস যাত্রার মধ্যে দিয়ে জোড়া মন্দির ধামের উদ্বোধন হল শহর বর্ধমানের জিটি রোড লক্ষ্মীপুর এলাকায়। উপস্থিত ছিলেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ছিলেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ সহ মন্দির কমিটির সদস্যগণ ।

+
title=

#পূর্ব বর্ধমান : কলস যাত্রার মধ্যে দিয়ে জোড়া মন্দির ধামের উদ্বোধন হল শহর বর্ধমানের জিটি রোড লক্ষ্মীপুর এলাকায়। উপস্থিত ছিলেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ছিলেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ সহ মন্দির কমিটির সদস্যগণ । জানা যায়, বহু প্রাচীন এই মন্দির। দীর্ঘদিন ধরে অবহেলায় পরেছিল সংস্কারের অভাবে। তাই স্থানীয় কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগেই এই মন্দির সংস্কারের কাজ শুরু করেন। কার্যত পুরাতন মন্দিরকে বহাল রেখে মন্দির সংলগ্ন জমির উপর নবরূপে জোড়া মন্দিরটি তৈরি করা হয়।
মন্দির সংস্কারে যারা এগিয়ে আসেন তাঁর হলেন সুভাষ পোদ্দার, রাজু মিশ্র, রণজিৎ সাউ। এছাড়াও এই কাজে এগিয়ে আসেন অন্যান্য এলাকাবাসীগণ। ইতিমধ্যেই জোড়া মন্দির ধামে মূর্তি স্থাপন করা হয়েছে। বজরংবলি, দুর্গা, বাঁকে বিহারী ও গণেশের মূর্তি বসানো হয়েছে মন্দিরে। প্রাচীন কালের এই মন্দির দর্শন করতে ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন ভক্তরা। মন্দির উদ্বোধনের দিন ভক্তদের ভোগ বিতরণ করা হয়।
advertisement
আরও পড়ুনঃ নিখোঁজ মূক ও বধির মেয়েকে খুঁজে বেরাচ্ছেন অসহায় মা
এদিন প্রায় পাঁচ হাজার জনকে ভোগ খাওয়ানো হয় ।মন্দির কমিটির সদস্যরা বলেন, এবার থেকে নিত্য পুজো হবে বজরংবলি, দুর্গা, বাঁকে বিহারী ও গণেশের । আরতি হবে সকাল ও সন্ধ্যে। সারাদিন খোলা থাকবে মন্দিরের দরজা। প্রায় কয়েক বছর পর এই জোড়া মন্দির সংস্কার হল। বহু প্রতীক্ষার পর অবশেষে জোড়া মন্দির ধামের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। কমিটির দাবি আগামীদিনে জোড়া মন্দির ধাম তীর্থ স্থানে পরিণত হবে।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: বজরংবলি, দুর্গা, বাঁকে বিহারী ও গণেশের নিত্য পুজো হচ্ছে শহরের এই মন্দিরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement