TRENDING:

East Bardhaman News: কলেজ থেকে ফিরে পুকুরে স্নান করতে গিয়ে আর ঘরে ফিরল না ছেলে!

Last Updated:

ডুবে যাওয়ার সময় মুসকানের চিৎকার ও হাত নাড়া দেখে ছুটে আসেন স্থানীয় এক ব্যক্তি। তিনি মুসকানের হাত টেনে তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু পুকুরের গভীরতা বেশি থাকায় এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: জলে ডুবে মৃত্যু হল প্রথম বর্ষের এক কলেজ ছাত্রের। ঘটনাটি ঘটেছে রায়নার বহরমপুর এলাকায়। মৃত ছাত্রের নাম মুসকান আলি। কলেজ থেকে বাড়ি ফিরে সে এদিন স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায়। কিন্তু মুসকানের সাঁতারে বিশেষ একটা অভিজ্ঞতা ছিল না। হঠাৎই জলে তলিয়ে যায়। বাঁচার জন্য সে হাত নাড়তে থাকে। স্থানীয় এক ব্যক্তির নজরে পড়ে বিষয়টি। তিনি ছুটে এসে ওই কলেজ ছাত্রকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।
advertisement

বছর কুড়ির মুসকান মেমারি কলেজে পড়ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ সে কলেজ থেকে বাড়ি ফেরে। এরপর পুকুরে স্নান করতে যায়। ডুবে যাওয়ার সময় মুসকানের চিৎকার ও হাত নাড়া দেখে ছুটে আসেন স্থানীয় এক ব্যক্তি। তিনি মুসকানের হাত টেনে তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু পুকুরের গভীরতা বেশি থাকায় এই প্রচেষ্টা ব্যর্থ হয়। জলে ডুবে যায় ওই কলের ছাত্র। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ছুটে গিয়ে এলাকার আরও কয়েকজনকে ডেকে আনেন। খবর দেওয়া হয় জেলেদের। কিছুক্ষণ তল্লাশির পর ওই ছাত্রের দেহের সন্ধান পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে রায়নার মহেশবাটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় মুসকানের।

advertisement

আরও পড়ুন: বালির বদলে মাটির বস্তা দিয়ে তৈরি হচ্ছে বাঁধ! সেচ দফতরের কাজ দেখে চক্ষু চড়কগাছ শান্তিপুরের

View More

পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও ভালো ছিল মুসকান আলি। ব্যাডমিন্টনে সে অনেক পুরস্কারও পেয়েছে। ফলে সকলের প্রিয় ছিল এই বছর কুড়ির কলেজ ছাত্র। পরিবারের একমাত্র সন্তান ছিল মুসকান। তার এই মর্মান্তিক পরিণতিতে শোকে ভেঙে পড়েছে সকলে।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: কলেজ থেকে ফিরে পুকুরে স্নান করতে গিয়ে আর ঘরে ফিরল না ছেলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল