ওই দিনই খরিফ মরসুমের জন্য ‘কৃষক বন্ধু’ (নতুন) প্রকল্পের কিস্তিও দেওয়া হবে। আর মুখ্যমন্ত্রীর আসার আগে এদিন বর্ধমানের সাধনপুরে ‘মাটি তীর্থ, কৃষি কথা’র হাল দেখতে যান প্রশাসনিক আধিকারিকরা। ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশিস সেন।
আরও পড়ুনঃ নেই চাকরি সংসার চালাতে কিডনি বিক্রির সিদ্ধান্ত সম্রাটের, পাশে দাঁড়ালেন বিধায়ক
advertisement
সঙ্গে ছিলেন কৃষি সচিব ওঙ্কার সিংহ মিনা, রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। গিয়ে দেখা যায় জায়গাটা আগাছায় ভর্তি হয়ে গিয়েছে। এরপরই জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা মাঠটি ঠিক করার জন্য নির্দেশ দেয় পূর্ত দফতর ও কৃষি দফতরকে। শুরু করা হল আগাছা পরিষ্কারের কাজ।
আরও পড়ুনঃ মোমোয় মজে পূর্ব বর্ধমান, একই দোকানে মিলছে ২০ স্বাদের তিব্বতি খাবার
যন্ত্র দিয়ে ঠিক করা হচ্ছে মাঠ। সভার অন্যান্য বিষয় নিয়েও হয় আলোচনা। সভা মঞ্চ কী ভাবে সাজানো হবে, কৃষকদের গাড়ি ও বাস কোথায় রাখা হবে তা নিয়ে আলোচনা হয় প্রশাসন এর আধিকারিকদের মধ্যে।
Malobika Biswas