TRENDING:

Child Prodigy: বিস্ময় শিশু! নজিরবিহীন প্রতিভায় বাজিমাত আড়াই বছরের আদিলের

Last Updated:

Child Prodigy: বছর আড়াই এর এই শিশুর কীর্তিতে মুগ্ধ জেলাবাসি। নজির বিহীন এই প্রতিভাকে প্রশংসা করল ইন্ডিয়া বুক অফ রেকর্ডও!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: বছর আড়াই এর এই শিশুর কীর্তিতে মুগ্ধ জেলাবাসী। নজিরবিহীন এই প্রতিভার প্রশংসা করলইন্ডিয়া বুক অফ রেকর্ডও! ছোট্ট এই শিশুটির নাম আদিল রহমান। বয়স আড়াই বছর। তবে বয়সে খুদে হলেও, তার বিরল প্রতিভা নজর কেড়েছে অনেকেরই। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রামের এই শিশুটির প্রতিভা জানলে অবাক হবেন আপনিও। মাত্র এইটুকু বয়সেই বিভিন্ন জীবজন্তুর নাম, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের নাম, ইংরেজি মাস, জাতীয় প্রতীক, বাংলার একাধিক কবিতা আবৃতি সহ বিভিন্ন বিষয়ে সে পারদর্শী।
advertisement

ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পক্ষ থেকে তাকে মেডেল, মানপত্র এবং একটি বই দিয়ে সম্মানিত করা হয়েছে। এই প্রসঙ্গে শিশুটির বাবার প্রতিক্রিয়া, ‘‘নভেম্বর মাস নাগাদ আমরা আবেদন করি এবং সেখানে আমরা প্রথমে বাদ যাই। ওনাদের তরফ থেকে মেল এর মাধ্যমে আমাদের জানানো হয় আমাদের ভিডিওতে সমস্যা রয়েছে। এরপর আমরা আবার নতুন ভিডিও পাঠাই এবং তার কিছুদিন পর আমার ছেলে সেখানে সিলেক্ট হয়। ওনাদের তরফে কুরিয়ারের মাধ্যমে আমাদের হাতে সার্টিফিকেট এসে পৌঁছয়। সার্টিফিকেটের মধ্যে ম্যাগাজিন,পেন, আই কার্ড, একটি মেডেল আসে। আমার ছেলের পুরো ক্রেডিটটাই যায় ওর মায়ের প্রতি। সব সময় ওকে খেলার ছলে সবকিছু শিখিয়েছে।’’

advertisement

আরও পড়ুন : ব্লাড সুগারে কি গমের আটার রুটি খাওয়া ভাল না ক্ষতিকর? জানুন

পাশাপাশি অন্যান্য শিশুদের বাবা-মায়ের প্রতি আদিলের বাবার আবেদন, ‘‘ বাচ্চাদের যতটা পারবেন মোবাইল থেকে দূরে রাখুন। একদমই মোবাইলের কাছে রাখবেন না।’’ নিজের ছেলের এই সাফল্য প্রসঙ্গে শিশুটির মা জানিয়েছেন, ৯ মাস বয়স থেকে খেলার ছলে তাকে বিভিন্ন ধরনের জিনিসের সঙ্গে পরিচয় করানো হয়েছে। মাত্র এটুকু বয়সেই বিভিন্ন আরবি শব্দ লিখতে এবং বলতেও পারে ছোট্ট আদিল।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সব মিলিয়ে সন্তানের সাফল্যে গর্বিত হয়ে তাকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন ছোট্ট এই শিশুর মা বাবা। বিশেষজ্ঞরা বলেন, শিশুদের মনে রাখার ক্ষমতা অনেকটাই প্রখর। তাই এই অবস্থায় তাকে যা শেখানো হবে তাই শিখবে। সেক্ষেত্রে অভিভাবকদের এবিষয়ে যথেষ্ট সচেতন হওয়ার দরকার।

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Child Prodigy: বিস্ময় শিশু! নজিরবিহীন প্রতিভায় বাজিমাত আড়াই বছরের আদিলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল