ছটপুজো উপলক্ষ্যে বর্ধমান শহর সংলগ্ন দামোদর নদের বিভিন্ন ঘাটে অসংখ্য মানুষের জমায়েত হল এ দিন। রবিবার বিকাল থেকেই সদরঘাট ও অন্যান্য এলাকায় ঘাটগুলিতে পুজো উপলক্ষ্যে ভিড় করেন পুণ্যার্থীরা। ঘাটগুলিতে ভিড় সামাল দিতেও কোনও রকমের দুর্ঘটনা এড়াতে বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে।
আরও পড়ুনঃ বাঁকুড়া গন্ধেশ্বরী নদীতে ছটপুজো ঘিরে নামল পুণ্যার্থীদের ঢল
advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ধমান পুরসভার অন্তর্গত ১৬ ঘাট রয়েছে যেখানে ছটপুজোয় পুণ্যার্থীদের জন্য পুজোর ব্যবস্থা করা হয়। মূলত, দামোদর নদ ও বাঁকা নদীতে ঘাট গুলি রয়েছে। এ ছাড়া, পঞ্চায়েত এলাকা গুলিতেও বেশ কয়েকটি ঘাটে পুজোর ব্যবস্থা করা হয়।
বর্ধমানের সদরঘাট এলাকা ছটপুজো উপলক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শহরের ভিতরের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত ৪০০ পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ঘাট এলাকায় ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। রবিবার বিকালে ৩ টে থেকে রাত ১০ টা পর্যন্ত ও সোমবার সকাল ভোর ৪টে থেকে সকল ৮ টা পর্যন্ত শহরের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Malobika Biswas