শুক্রবার সাতসকালে এই ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল কালনা। ঘটনাটি ঘটেছে কালনার উমরপুর ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত বাসুদেব সাঁতরার বাড়ি কালনারই সিমলা এলাকায়। তাঁর পরিবারের সূত্রে জানা গিয়েছে, রোজ সকালের মত এদিনও সকালে বাসুদেব সাঁতরা বাইক চালিয়ে কালনা বাসস্ট্যান্ডের দিকে রসনা হন। ফাস্ট ট্রিপের বাস চালানোর কথা ছিল তাঁর। কিন্তু ওমরপুরের কাছে দুর্ঘটনা ঘটে। ওই বাস চালকের বাইকে ধাক্কা মারে একটি মটর ভ্যান। এরফলে রাস্তার মধ্যে ছিটকে পড়েন বাসুদেববাবু। ঠিক সেই সময় একটি ডাম্পার আসছিল। সেটি না থেমেই ওই বাস চালকের মাথার উপর দিয়ে চলে যায়! ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসুদেব সাঁতরার।
advertisement
আরও পড়ুন: ঝাড়ুদার নয়, এবার রাস্তা পরিষ্কার করবে মেশিন! দেখুন সেই ভিডিও
এই দুর্ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, হামেশাই কালানার উমরপুর ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। তারা প্রশাসনের বিরুদ্ধে এই বিষয়ে গাছ ছাড়া মনোভাব দেখানোর অভিযোগ তোলেন।
মালবিকা বিশ্বাস