TRENDING:

East Bardhaman News: প্রায় ৬০টি অসহায় পরিবারকে পুজোয় নতুন জামা উপহার দিলেন ক্ষুদ্র ব্যবসায়ী আমির 

Last Updated:

East Bardhaman News: ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে পুজোর জামা কাপড় দিতে বেরিয়ে পড়েন আমির। প্রায় ৬০টি পরিবারের হাতে তুলে দেন নতুন জামা কাপড় ও খাদ্য সামগ্রী। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালবিকা বিশ্বাস, পূর্ব বর্ধমান: দিন আনা দিন খাওয়া পরিবার। দু’বেলা দু’মুঠো অন্নের জোগাড় করাই কার্যত চ্যালেঞ্জ। ওই সমস্ত হতদরিদ্র পরিবারগুলির কাছে উৎসব মূল্যহীন। নতুন পোশাক তো দূরের কথা, জোটে না ঠিকমত পুষ্টিকর খাবারও। দুর্গোৎসবের মরশুমের মাঝেও দুঃস্থ মানুষগুলোর করুণ মুখগুলো দেখে আর থাকতে পারেননি আমির । নিজ উদ্যোগে বন্ধুবান্ধদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বেশ কিছু অসহায় মহিলা ও শিশুর হাতে নতুন পোশাক তুলে দিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুরের বাসিন্দা শেখ আমির নামে ওই যুবক । সঙ্গে দিলেন মহাষ্টমীর দিন লুচি খাওয়ার জন্য ময়দা আর ভোজ্য তেল। নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণের সময় আমিরের সঙ্গে ছিল তাঁর মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছোট্ট তানিশা পারভিন।মুরাতিপুরের বাসিন্দা শেখ আমির ক্ষুদ্র ব্যবসায়ী । মুরাতিপুর বাসস্ট্যান্ড এলাকায় রয়েছে তাঁর মোবাইল সামগ্রীর দোকান। পরোপকারী ও পশুপ্রেমী হিসাবে তাঁর যথেষ্ট সুখ্যাতি রয়েছে এলাকায় । নিজের খরচে রোগগ্রস্থ বা দুর্ঘটনাগ্রস্ত পশুপাখির চিকিৎসা করতে তাকে দেখা গেছে বহু বার। সীমিত সামর্থ্য়ের মধ্যেও দুঃস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমির।
advertisement

জানা গিয়েছে, মুরাতিপুরের নতুনপাড়া, দাসপাড়া, মাঝি পাড়া-সহ কয়েকটি পাড়ার পরিবারগুলির মূল পেশা দিন মজুরি । মাটির কুঁড়েঘরে অতিকষ্টে বসবাস । আর সেই মানুষগুলির হাতেই এদিন জামা কাপড় তুলে দিলেন তিনি।

আরও পড়ুন : সব থেকে কম সময়ে ২০০ রেল ইঞ্জিন উৎপাদন! নয়া রেকর্ড গড়লো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা

advertisement

শেখ আমির বলেন, ‘‘ অভাবের কারণে দুর্গোৎসবের সময় ওদের কারওর নতুন পোশাক জোটে না । মানুষগুলোকে দেখে খুব কষ্ট হয় । দুর্গাপুজোকে কেন্দ্র করে চারিদিকে যখন উৎসবের আবহ তখন ওই মানুষগুলোকে অসহায় অবস্থায় দেখে আর থাকতে পারিনি। নিজের তো আর সামর্থ্য নেই। ওই সমস্ত মানুষগুলো অন্তত এবারের পুজোয় যাতে নতুন পোশাক পরতে পারেন তাই কিছু বন্ধুর কাছে সাহায্যের জন্য আবেদন করেছিলেন। তাঁরা এক কথায় রাজি হয়ে যান।’’

advertisement

View More

আরও পড়ুন :  বাজার থেকে ফিরে মা দেখলেন মেয়ের দেহ পড়ে, মেমারিতে হাড়হিম করা কাণ্ড

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

আমিরের বন্ধু রহুল শেখ, ইনসান শেখ,আজাহার মন্ডল, আত্মীয় মহম্মদ আনারুল ইসলাম, মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকাররাও কিছু কিছু করে অর্থ তুলে দিয়েছিলেন আমিরের হাতে । ওই টাকায় নতুন জামা কাপড়ের পাশাপাশি ময়দা ও ভোজ্য তেল কেনেন আমির। এদিন মেয়ে তানিশাকে সঙ্গে নিয়ে বেড়িয়ে পড়েন। তার পর ৫০-৬০ টি বাড়ি ঘুরে ঘুরে পরিবারগুলির হাতে তুলে দেন নতুন পোশাক ও খাদ্য সামগ্রী। যুবকের মানবিকতায় আপ্লুত দুঃস্থ পরিবারগুলি।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: প্রায় ৬০টি অসহায় পরিবারকে পুজোয় নতুন জামা উপহার দিলেন ক্ষুদ্র ব্যবসায়ী আমির 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল