Bardhaman News : সব থেকে কম সময়ে ২০০ রেল ইঞ্জিন উৎপাদন! নয়া রেকর্ড গড়লো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা

Last Updated:

Bardhaman News : রেকর্ড গড়ে চলতি বছরের সব থেকে কম সময়ে ২০০ টি ইঞ্জিন তৈরি করল চিত্তরঞ্জন কারখানা।

উদ্বোধনী পথ চলা শুরু করছে ২০০ তম ইঞ্জিনটি।
উদ্বোধনী পথ চলা শুরু করছে ২০০ তম ইঞ্জিনটি।
#পশ্চিম বর্ধমান : পুজোর মুখে নতুন রেকর্ড তৈরি করল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। পাশাপাশি চিত্তরঞ্জন রেল কারখানা সাক্ষী থাকল এক ঐতিহাসিক মুহূর্তের। সর্বকালীন সেরা রেকর্ড গড়ে চলতি বছরের সব থেকে কম সময়ে ২০০ টি ইঞ্জিন তৈরি করার রেকর্ড করল চিত্তরঞ্জন কারখানা। পাশাপাশি উৎপাদিত ২০০ তম ইঞ্জিনটি তাদের হাত দিয়ে উদ্বোধন হল, যারা এ বছরের সেপ্টেম্বর মাসে কাজ থেকে অবসর নেবেন। কারখানায় আয়োজিত ২০০ তম ইঞ্জিন উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জেনারেল ম্যানেজার সতীশ কাশ্যপ। তিনি কারখানায় কর্মরত সকল কর্মচারী এবং আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন এই সাফল্যের জন্য। পাশাপাশি যে সমস্ত কর্মীরা অবসর গ্রহণ করবেন, তাদের আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পুজোর আগে জোড়া এই কর্মকাণ্ডে উৎসবের মেজাজ আরও খানিকটা বেড়ে গিয়েছে আধিকারিক কর্মচারীদের মধ্যে।
কারখানার কর্মচারীরা বলছেন, ইতিহাস রচিত হল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায়। কারণ, যেসব কর্মী - আধিকারিকরা সেপ্টেম্বর মাসে এখান থেকে অবসর নেবেন, তাদের হাত দিয়ে এই কারখানায় উৎপাদিত চলতি আর্থিক বছরের ২০০ তম বৈদ্যুতিক ইঞ্জিনটির আনুষ্ঠানিক পথ চলা শুরু হল। তাদের সঙ্গেই উপস্থিত ছিলেন সিএলডব্লুর জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপ। অন্যদিকে, এই স্বীকৃতির সঙ্গেই চিত্তরঞ্জন আরও একটি বিষয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখল। তা হল, রেকর্ড সময়ে ২০০ তম ইঞ্জিনের উৎপাদন। গত আর্থিক বছরে যেখানে ২০০ তম ইঞ্জিনটির আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছিল ৮ অক্টোবর। সেখানে চলতি আর্থিক বছরে ২৬ সেপ্টেম্বরেই সেই কৃতিত্ব অর্জন করা হয়ে গিয়েছে। যা চিত্তরঞ্জন লোকোমোটিভ বক্সের মুকুটে সাফল্যের নতুন পালক হিসেবে যোগ হয়েছে।
advertisement
এ বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কাশ্যপ বলেছেন, রেল কর্মীদের অভাবনীয় এই সম্মান প্রদানে সংস্থার প্রতি অন্যান্য কর্মীদের ভালোবাসা আরও বৃদ্ধি পেল। এই প্রসঙ্গে জেনারেল ম্যানেজার টিম সিএলডব্লু-কে অভিনন্দন জানিয়েছেন। সঙ্গে তিনি বলেছেন, এবছর ইঞ্জিন নির্মাণের অতি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহের ক্ষেত্রে নানান অসুবিধার সম্মুখীন হওয়া সত্ত্বেও, যেভাবে রেকর্ড সময়ে ২০০ ইঞ্জিন উৎপাদন সম্ভব হয়েছে, তা অত্যন্ত উল্লেখযোগ্য। উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর কারখানার ১৯ নম্বর শপের টেস্ট শেড থেকে (ডব্লু এ জি-৯) ২০০ তম ইঞ্জিনটির আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে। যা ভারতীয় রেলের কাছে যেমন নয়া সাফল্য, তেমনি সাফল্য চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের কাছেও।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bardhaman News : সব থেকে কম সময়ে ২০০ রেল ইঞ্জিন উৎপাদন! নয়া রেকর্ড গড়লো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement