করোনা নিয়ে প্রথম থেকেই যথাযথ ব্যবস্থা নিয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে ১০০টিরও বেশি কোভিড বেড। এছাড়াও আইসিইউ, সিসিইউ রয়েছে। বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার কোভিড নিয়ে মক ড্রিল করবেন। অক্সিজেন সরবরাহ ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার হবে মক ড্রিল।
advertisement
আরও পড়ুন: সহযোগিতা করবে বর্ধমান মেডিক্যাল, রেণু খাতুনের হাত প্রতিস্থাপনের জন্য অর্থ বরাদ্দ জেলা পরিষদের
তবে এখনও জেলায় সেভাবে কোভিড সংক্রমণ দেখা যায়নি। তবে যেভাবে আতঙ্ক বাড়ছে তাতে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে বর্ধমান মেডিক্যাল কলেজ। তাই সব রকম ভাবেই প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। যাতে সাধারণ মানুষের কোনও রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত ব্যবস্থা করে রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ঘরের দাবিতে পঞ্চায়েতে তালা, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা
ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর জেরে যথেষ্ট চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক। বছর শেষে ফের মাথাচাড়া দিয়েছে করোনা। চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানে করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে। ফলে যথেষ্ট চিন্তার মধ্যেই আছে রাজ্য স্বাস্থ্য দফতর। তাই আগাম সতর্কতা হিসেবে জেলার হাসপাতালগুলির করোনা নিয়ে পরিকাঠামো দেখে নিতে চাইছে। প্রতিটি জেলার মতো বর্ধমান জেলার ক্ষেত্রেও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, কালনা, কাটোয়ার কোভিড হাসপাতালগুলিরও পরিস্থিতি দেখে নিতে চাইছে রাজ্য স্বাস্থ্য দফতর।
Malobika Biswas