আরও পড়ুন: ফের বিদেশ যেতে চান অভিষেক, কেন? আদালতে হলফনামায় জানালেন তৃণমূল সাংসদ
নিখোঁজ ছাত্র কালনার অম্বিকা স্কুলের পড়ুয়া। রবিবার পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল অঙ্কন। রবিবার দুপুর থেকেই কালনা পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা ভাগীরথী নদীতে ওই ছাত্রের সন্ধানে তল্লাশি শুরু করে। অবশেষে সোমবার সকালে নদী থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ ছাত্রের পরিবার।
advertisement
নিখোঁজ অঙ্কন সাহা মেধাবী পড়ুয়া ছিল বলে জানিয়েছেন কালনা অম্বিকা স্কুলের শিক্ষক শুভাশিস দে বিশ্বাস। হঠাৎ এইরকম রহস্যজনকভাবে তার নিখোঁজ হয়ে যাওয়ায় তিনিও হতবাক। স্থানীয়দের অনুমান, জামাকাপড় খুলে নদীতে স্নান করতে নেমেছিল ওই ছাত্র। সেই সময় কোনভাবে তলিয়ে যায়। এদিকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 24, 2023 3:54 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: নদীর ঘাটে পড়ে জামা-প্যান্ট, স্কুল ব্যাগ! পড়তে বেরিয়ে নিখোঁজ ছাত্র





