আরও পড়ুন: দিল্লিতে কতটা আওয়াজ উঠবে? পুজোর পরে ফের অভিষেকের নবজোয়ার, প্রস্তুতি শুরু শাসকদলের অন্দরে
পূর্ব বর্ধমান জেলার মধ্যে কালনায় বায়োডাইভারসিটি ট্যুরিজম গড়ে তোলা প্রসঙ্গে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যান হিমাদ্রিশেখর দেবনাথ জানান, ইকো ট্যুরিজম বলে একটা কথা আছে, তা আমাদের অনেকের কাছে পরিচিত। তাহলে বায়োডাইভারসিটি ট্যুরিজম কেন হবে না? এই বায়োডাইভারসিটি ট্যুরিজম যদি করা যায় তবে মূল জমির সঙ্গে যে চর লেগে আছে সেখানে কাজ করার মাধ্যমে এই গোটা প্রকল্প গড়ে উঠতে পারে। পর্যটকদের ওই চরগুলি ঘুরিয়ে দেখানো যাবে এবং থাকার ব্যবস্থাও করা যেতে পারে। এর জন্য প্যাকেজের ভাবনা চিন্তা করা হচ্ছে বলে তিনি জানান। এখানে নদীর পাড়ের সৌন্দর্য এবং সবুজ দুই ভালোভাবে পাওয়া যাবে।
advertisement
কালনা এমনিতে জীববৈচিত্রের দিক থেকে অত্যন্ত প্রাচুর্য সম্পন্ন। এই বায়োডাইভার্সিটি ট্যুরিজম গড়ে তোলার জন্য সরকার প্রাথমিকভাবে আর্থিক সাহায্য করবে। জানা গিয়েছে এই বায়োডাইভারসিটি ট্যুরিজম গড়ে উঠলে শুধু দেশের নয়, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান সহ বিভিন্ন দেশ থেকেও বহু পর্যটক কালনায় আসতে পারেন।
বায়োডাইভারসিটি ট্যুরিজম গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই কালনার ভাগীরথীর পাড়ে চারটি চর ঘুরে দেখেছেন বায়োডাইভারসিটি বোর্ডের চেয়ারম্যান হিমাদ্রিশেখর দেবনাথ সহ চারজনের একটি বিশেষ প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন কালনার পুরপ্রধান আনন্দ দত্ত, উপ পুরপ্রধান তপন পোড়েল সহ বিভিন্ন আধিকারিকরা।
বনোয়ারীলাল চৌধুরী





