Nabajoyar Abhishek Banerjee: দিল্লিতে কতটা আওয়াজ উঠবে? পুজোর পরে ফের অভিষেকের নবজোয়ার, প্রস্তুতি শুরু শাসকদলের অন্দরে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Nabajoyar Abhishek Banerjee: পঞ্চায়েত ভোটের আগে ৫১ দিনের নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। কোচবিহার থেকে কাকদ্বীপ, নবজোয়ার যাত্রায় উঠে এসেছিল পঞ্চায়েত ভোটের আগে দলের নানা সমীকরণ।
কলকাতাঃ লোকসভার আগে ফের ময়দানে ‘নবজোয়ার’? সূত্রের খবর, পুজো মিটলেই ফের জনসংযোগ কর্মসূচি শুরু করতে চলেছে শাসকদল।হাতে থাকছে পঞ্চায়েতের তিনমাসের রিপোর্ট কার্ড। লক্ষ্য থাকবে লোকসভার আগে কী চাইছে জনতা! প্রার্থী নিয়ে মতামত গ্রহণ করাও হতে পারে। পঞ্চায়েতের আগে নবজোয়ার কর্মসূচি সেরে সংগঠন মজবুত হয়েছে, দাবি শাসক দলের। তাই ফের জনসংযোগে নবজোয়ার যাত্রা শুরু হতে পারে।
অন্দরের খবর, প্রস্তুতি শুরু হয়েছে৷ পঞ্চায়েত ভোটের আগে ৫১ দিনের নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। কোচবিহার থেকে কাকদ্বীপ, সেই নবজোয়ার যাত্রায় উঠে এসেছিল পঞ্চায়েত ভোটের আগে দলের নানা সমীকরণ। ত্রি-স্তরীয় পঞ্চায়েত ভোটের প্রার্থী খুঁজে বার করা হয়েছিল। সূত্রের খবর, নবজোয়ার যাত্রা হবে পাহাড় থেকে সাগর লক্ষ্য রেখে।
আরও পড়ুনঃ পুজো শুরু…আড়ালে থাকা সিদ্ধিদাতা, বিশ্বকর্মাদের হাতে দুর্গাপুজোর ব্যানার উন্মোচন সমাজসেবী সংঘের
রাজ্যের ৪২ লোকসভা আসন জুড়েই চলবে এই জনসংযোগ কর্মসূচি।কেমন হবে দিল্লিতে বাংলার জনগণের হয়ে আওয়াজ তোলার প্রতিনিধি!সেই মতামত জনগণের থেকে নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পঞ্চায়েত বোর্ড গঠনের তিন মাস পেরিয়ে যাবে। ফলে নবজোয়ার যাত্রা থেকে মিলবে রিপোর্ট কার্ড। নির্বাচিত প্রতিনিধি কতটা প্রত্যাশা পূরণ করতে পারলেন সেটা ঝালিয়ে নেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজো-গণেশ চতুর্থীতে তুমুল ঝড়বৃষ্টি, নিম্নচাপের প্রভাব কতদিন? রইল পূর্বাভাস
নবজোয়ার-২ হতে চলেছে বেশি করে রোড শো। পায়ে হেঁটে লোকসভা ভিত্তিক রিপোর্ট তৈরি হতে পারে। সাংগঠনিক প্রতিনিধিদের নিয়ে অধিবেশন হতে পারে। সেই অধিবেশনে ফের শোনা হবে বুথস্তরের প্রতিনিধিদের বক্তব্য। তৃণমূল মনে করছে বুথ যার, ভোট তার। নবজোয়ার যাত্রা-১ সফল হয়েছে এ বার সেই পথ ধরেই নবজোয়ারে ফের আস্থা রাখতে চায় শাসকদল। রোড শো করলে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। সবার মতামত বোঝা যায়, তাই রাস্তাই দেখাবে এই স্লোগানে ফের ময়দানে নামতে চলেছে নবজোয়ার যাত্রা ২…।
advertisement
তবে এই নবজোয়ার যাত্রার মাধ্যমে পঞ্চায়েতের রিপোর্ট কার্ড আর একবার পরীক্ষা করে নেবে শাসক দল। দলীয় সূত্রে খবর, এই যাত্রা করার মূল উদ্দেশ্য তারা পাশে আছে এই বার্তা দেওয়া৷ ফলে সংগঠন মজবুত হবে, তাই দ্বিতীয় নবজোয়ারের দিকে চেয়ে রাজনৈতিক মহল।
ABIR GHOSHAL
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 11:10 AM IST

