বর্ধমান থানায় ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের তথ্য সম্পর্কিত ফর্ম পাওয়া যাচ্ছে। অবিলম্বে সেই ফর্ম ফিলাপ করে থানা ও পৌরসভায় জমা করতে বলা হচ্ছে এই প্রচারের মাধ্যমে। যদি সাতদিনের মধ্যে কেউ এই তথ্য জমা না দেয়, সেক্ষেত্রে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
আরও পড়ুনঃ অনলাইনে পরীক্ষার দাবিতে ফের বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে
advertisement
গোটা এলাকায় বর্ধমান থানার পক্ষ থেকে টোটো করে এই নির্দেশিকা মাইকিং করা হচ্ছে। পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে খাগড়াগড়ের স্থানীয় বাসিন্দারা। তাদের মতে ভাড়াটিয়াদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য পুলিশের কাছে থাকলে এলাকায় পুলিশের তরফে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব।
আরও পড়ুনঃ খোসবাগান হাসপাতাল রোডে পার্কিং, বাড়ছে দুর্ভোগ
জেলার পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, প্রশাসন তথ্য চাইছে বারেবারেই। কিন্তু এবারে কেউ তথ্য না দিলে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে। কি আইনে ব্যবস্থা নেওয়া হবে সেটা যারা ভাড়া দিয়েছেন তখন তারা জানতে পারবেন।
Malobika Biswas