আরও পড়ুন: টানা ৩৬ ঘন্টার বৃষ্টিতে স্তব্ধ কোচবিহার! পুজোর বাজার থেকে চাষবাস, সর্বত্র ব্যাপক ক্ষতি
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশগ্রামে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা বিশেষ এক প্রকার কাঠি দিয়ে ঝাঁটা তৈরি করা হচ্ছে। বর্তমান বাজারে যার চাহিদাও ব্যাপক। স্থানীয় ভাষায় এই কাঠির নাম নিপা কাঠি। পালিশগ্রামে দীর্ঘদিন ধরে এই ঝাঁটার ব্যবসা করে আসছেন শেখ আব্দুর সামাদ। যখন আমরা ওনার তৈরি ঝাঁটার খবর করতে যাই তখন উনি আমাদের জানান যে, ব্যবসা আরও বাড়াতে চান। কিন্তু আর্থিক সহায়তা না পাওয়ায় তা সম্ভব হচ্ছে না। ওই ব্যবসায়ী এও জানান, একাধিক বার লোনের জন্য আবেদন করেও ব্যাঙ্ক থেকে সাড়া পাননি। তাই কোনওরকমে ব্যবসাকে টিকিয়ে রেখেছেন।
advertisement
নিউজ ১৮ বাংলার এই খবর চোখে পড়ে মঙ্গলকোটের বিডিও জগদীশচন্দ্র বাড়ুইয়ের। এরপরই তিনি ব্যবসায়ী শেখ আব্দুর সামাদের সমস্যা সমাধানে উদ্যোগী হন। নিজে সরে জমিনে খতিয়ে দেখতে আসেন পালিশগ্রামের ঝাঁটা ব্যবসায়ী আব্দুর সামাদের কারখানায়। সমস্ত বিষয় নিজে ঘুড়ে খতিয়ে দেখেন। এরপর বিডিও বলেন, ব্যবসায়ীদের জন্য রাজ্য সরকারের ভবিষ্যত স্কিম আছে। সেখানে তাঁরা সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। এছাড়াও উদ্যম রেজিস্ট্রশন আছে, ব্যবসার রেজিস্ট্রশন হয়ে থাকবে। নানা রকম সুযোগ সুবিধা রাজ্য সরকার দিচ্ছেন এবং গ্যারান্টার হিসাবে তাঁদের লোনের ব্যবস্থা করা হচ্ছে। সেক্ষেত্রে ওনার যদি কোনও আর্থিক সহায়তার দরকার হয় তবে আমরা ভবিষ্যৎ প্রকল্পের মাধ্যমে ওনার ঋণের ব্যবস্থার চেষ্টা করব। যাতে উনি এই ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।
বিডিওর থেকে সাহায্যের প্রতিশ্রুতি পাওয়ার পর ব্যবসায়ী শেখ আব্দুর সামাদ জানান, বিডিও সাহেব নিজে যখন উদ্যোগী হয়েছেন তখন আমার সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশা করছি। তিনি সকলকে ধন্যবাদ জানান।
বনোয়ারীলাল চৌধুরী