TRENDING:

Purba Bardhaman News: গান গেয়ে অর্থ সংগ্রহ করে দুঃস্থকে সাহায্য করতে পথে বাউল শিল্পী

Last Updated:

বর্ধমান শহরের বাবুরবাগ কালিতলা এলাকার বাসিন্দা ১৫ বছরের পাপড়ি মুখার্জী। তার দুটি কিডনি নষ্ট। দুঃস্থ পরিবারের মেয়ে পাপড়ি। পরিবারে রয়েছে তার মা বাবা। বাবা একটি কিডনি দেবে মেয়েকে। তবে সেই কিডনি পাপড়ির শরীরে যুক্ত করতে খরচ অনেক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : বর্ধমান শহরের বাবুরবাগ কালিতলা এলাকার বাসিন্দা ১৫ বছরের পাপড়ি মুখার্জী। তার দুটি কিডনি নষ্ট। দুঃস্থ পরিবারের মেয়ে পাপড়ি। পরিবারে রয়েছে তার মা বাবা। বাবা একটি কিডনি দেবে মেয়েকে। তবে সেই কিডনি পাপড়ির শরীরে যুক্ত করতে খরচ অনেক। এখন প্রয়োজন অনেক অর্থের। সেই অর্থ তার মা বাবার কাছে নেই। তাই অনেকেই পাপড়ির পরিবারকে সাহায্য করছে। আর এবার পাপড়ি মুখার্জীর জন‍্য হাতে ভিক্ষার পাত্র নিয়ে রাস্তায় নামল, বাউল শিল্পী স্বপন দত্ত। বাউল গানের মধ‍্যে দিয়ে তিনি পথ চলতি মানুষদের পাপড়ির অসুস্থতার কথা জানাচ্ছেন।
advertisement

পাশাপাশি পথ চলতিদের কাছ থেকে অর্থ সাহায্য নিচ্ছেন। শহর বর্ধমানের কার্জনগেট চত্বর এলাকায় তিনি বাউল গান করে সাহায্য চাইলেন পাপড়ি মুখার্জীর জন‍্য। গলায় পাপাড়ি মুখার্জীর ছবি টাঙিয়ে তিনি সাহায‍্যে চাইলেন মানুষের কাছে গানের মধ‍্যে দিয়ে। শুধু এই পাপড়ি মুখার্জির জন্যই নয়। এর আগেও বিভিন্ন বিষয় সাধারণ মানুষকে সচেতন করতে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বর্ধমানের এই বাউল শিল্পী স্বপন দত্ত।

advertisement

আরও পড়ুনঃ ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নামলেন বিশেষভাবে সক্ষমরা

শুধু জেলায় নয় জেলার বাইরেও বিভিন্ন জায়গায় তিনি গান গেয়ে সাধারণ মানুষকে সচেতন করেন। গানই হল স্বপনবাবুর অস্ত্র, আবার গানই হল তার সম্বল। তাই বাউল গানের মধ্যে থেকে তিনি সামাজিক কাজ করেন আবার দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান। ঠিক সেভাবেই পাপড়ি মুখার্জির অভাবের কথা শুনে তিনি ফের গান গাইতে গাইতে নেমে বললেন রাস্তায়। পাপড়ি মুখার্জির জন্য গান গেয়ে উপার্জন করছেন অর্থ, আর সেই অর্থ তিনি তুলে দেবেন পাপড়ি মুখার্জির বাবা মায়ের হাতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাইক রেসার হিসাবে নিজের ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চান? কোন পথে এগোবেন, জেনে নিন
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: গান গেয়ে অর্থ সংগ্রহ করে দুঃস্থকে সাহায্য করতে পথে বাউল শিল্পী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল