পাশাপাশি পথ চলতিদের কাছ থেকে অর্থ সাহায্য নিচ্ছেন। শহর বর্ধমানের কার্জনগেট চত্বর এলাকায় তিনি বাউল গান করে সাহায্য চাইলেন পাপড়ি মুখার্জীর জন্য। গলায় পাপাড়ি মুখার্জীর ছবি টাঙিয়ে তিনি সাহায্যে চাইলেন মানুষের কাছে গানের মধ্যে দিয়ে। শুধু এই পাপড়ি মুখার্জির জন্যই নয়। এর আগেও বিভিন্ন বিষয় সাধারণ মানুষকে সচেতন করতে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বর্ধমানের এই বাউল শিল্পী স্বপন দত্ত।
advertisement
আরও পড়ুনঃ ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নামলেন বিশেষভাবে সক্ষমরা
শুধু জেলায় নয় জেলার বাইরেও বিভিন্ন জায়গায় তিনি গান গেয়ে সাধারণ মানুষকে সচেতন করেন। গানই হল স্বপনবাবুর অস্ত্র, আবার গানই হল তার সম্বল। তাই বাউল গানের মধ্যে থেকে তিনি সামাজিক কাজ করেন আবার দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান। ঠিক সেভাবেই পাপড়ি মুখার্জির অভাবের কথা শুনে তিনি ফের গান গাইতে গাইতে নেমে বললেন রাস্তায়। পাপড়ি মুখার্জির জন্য গান গেয়ে উপার্জন করছেন অর্থ, আর সেই অর্থ তিনি তুলে দেবেন পাপড়ি মুখার্জির বাবা মায়ের হাতে।
Malobika Biswas