পাশাপাশি আগের মতোই বিজয় তোরণের সামনে রাস্তার মাঝে বসানো হয়েছে বিশ্ব বাংলার লোগো। সেই লোগোর চারিপাশে লাগানো হয়েছে নানা রঙের আলো। যা দেখে আবারও খুশি শহরবাসী। প্রসঙ্গত উল্লেখ্য, এরইমধ্যে কার্জন গেটের দুধারে বসানো হয়েছে বর্ধমানের রাজা ও রানীর পূর্ণাবয়ব মূর্তি। রাস্তার দু'ধারে করা হয়েছে নীল-সাদা রঙও। গোটা শহরটাকে সাজানোর জন্য উদ্যোগী হয়েছে প্রশাসন।
advertisement
আরও পড়ুনঃ আউশগ্রামের শিবদা গ্রামে লক্ষ্মী প্রতিমার বিসর্জন ঘিরে ধুন্ধুমার
পর্যটকদের কথা মাথায় রেখে প্রশাসনের উদ্যোগে সুন্দর করে তোলা হচ্ছে শহর। এ বিষয়ে বিধায়ক খোকন দাস বলেন, বর্ধমান শহরটার উন্নয়ন করা হচ্ছে। অনেকেই সেই উন্নয়নের পক্ষে নন। তাই উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটাচ্ছেন। তবে যে যাই হোক শহর বর্ধমানে যেমন ভাবে উন্নয়ন হচ্ছে ঠিক তেমন ভাবেই উন্নয়ন হয়ে যাবে। এদিকে শহরবাসীর একাংশ বলেন, শহরটাকে সাজিয়ে রাখা সকলের কর্তব্য। সেখানে কেউ কিছু ভেঙ্গে ফেলবে এটা কখনোই কাম্য নয়।
Malobika Biswas