TRENDING:

Purba Bardhaman News: সেজে উঠেছে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট

Last Updated:

ফের সেজে উঠল বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বর। বিজয় তোরণের সামনে ফের লাগানো হল বিশ্ব বাংলার লোগো ও মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের প্রচারমূলক গ্লোসাইন বোর্ড। বর্ধমান পৌরসভা ও বর্ধমান দক্ষিণের বিধায়কের উদ্যোগেই কার্জন গেটের চারপাশ সাজিয়ে তোলা হল নতুন করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : ফের সেজে উঠল বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বর। বিজয় তোরণের সামনে ফের লাগানো হল বিশ্ব বাংলার লোগো ও মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের প্রচারমূলক গ্লোসাইন বোর্ড। বর্ধমান পৌরসভা ও বর্ধমান দক্ষিণের বিধায়কের উদ্যোগেই কার্জন গেটের চারপাশ সাজিয়ে তোলা হল নতুন করে। কার্জন গেট চত্বরে লাগানো হয়েছে মুখ্যমন্ত্রীর প্রচারমূলক ২৭টি গ্লোসাইন বোর্ড। যার মধ্যে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার, জয় জোহার, কৃষক বন্ধু সহ একাধিক প্রচারমূলক কাজের গ্লোসাইন বোর্ড বসানো হয়েছে।
advertisement

পাশাপাশি আগের মতোই বিজয় তোরণের সামনে রাস্তার মাঝে বসানো হয়েছে বিশ্ব বাংলার লোগো। সেই লোগোর চারিপাশে লাগানো হয়েছে নানা রঙের আলো। যা দেখে আবারও খুশি শহরবাসী। প্রসঙ্গত উল্লেখ্য, এরইমধ্যে কার্জন গেটের দুধারে বসানো হয়েছে বর্ধমানের রাজা রানীর পূর্ণাবয়ব মূর্তি। রাস্তার দু'ধারে করা হয়েছে নীল-সাদা রঙও। গোটা শহরটাকে সাজানোর জন্য উদ্যোগী হয়েছে প্রশাসন।

advertisement

আরও পড়ুনঃ আউশগ্রামের শিবদা গ্রামে লক্ষ্মী প্রতিমার বিসর্জন ঘিরে ধুন্ধুমার

পর্যটকদের কথা মাথায় রেখে প্রশাসনের উদ্যোগে সুন্দর করে তোলা হচ্ছে শহর। এ বিষয়ে বিধায়ক খোকন দাস বলেন, বর্ধমান শহরটার উন্নয়ন করা হচ্ছে। অনেকেই সেই উন্নয়নের পক্ষে নন। তাই উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটাচ্ছেন। তবে যে যাই হোক শহর বর্ধমানে যেমন ভাবে উন্নয়ন হচ্ছে ঠিক তেমন ভাবেই উন্নয়ন হয়ে যাবে। এদিকে শহরবাসীর একাংশ বলেন, শহরটাকে সাজিয়ে রাখা সকলের কর্তব্য। সেখানে কেউ কিছু ভেঙ্গে ফেলবে এটা কখনোই কাম্য নয়।

advertisement

View More

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: সেজে উঠেছে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল