স্থানীয়রা বলেন, এভাবে পার্কটিকে আবর্জনায় না ভরিয়ে পার্কটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, বাচ্চাদের খেলার ধুলোর জন্য এবং বড়দের সময় কাটানোর জন্য সংস্কার করা হোক। এবিষয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত।
আরও পড়ুনঃ যন্ত্রচালিতের যুগে আজও তাঁতিদের কাছে গুরুত্ব পায় হস্তচালিত তাঁত
স্থানীয় উত্তম কোলে সন্তোষ দাসেরা বলেন, পার্কটি নোংরা আবর্জনায় ভরা। আগাছায় ভরে গেছে। ছোটো ছেলেমেয়েরা খেলতে আসতে পারে না এখানে। এছাড়াও বয়স্করা কিছুটা সময় কাটাবে তার উপায় নেই। সন্ধ্যে হলেই অসামাজিক কাজ কর্ম হয় এই পার্কেই। প্রশাসনের নজর দেওয়া উচিত। পার্কটি পরিষ্কার করার ব্যবস্থা করা দরকার।
advertisement
আরও পড়ুনঃ বর্ধমানের জোতরাম বিদ্যাপীঠে কন্যাশ্রী ক্লাবের উদ্বোধন
এই পার্কটি PWD-র আওতায় রয়েছে। পার্কটি পরিষ্কার করা হয়। তবে কেন নোংরা হচ্ছে তা দেখা হবে। আর যাতে আবর্জনায় ভরে না থাকে সিধু কানু পার্ক সেদিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের সহ-সভাপতি দেবু টুডু।
Malobika Biswas