এদিন ডিএসপি হেডকোয়ার্টার রাকেশ কুমার চৌধুরী জানান, আমাদের কাছে অভিযোগ এসেছিল। এরপরই শক্তিগড়ের উত্তর পাড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। তখনই টোটো দুটি উদ্ধার হয়। তবে কাওকে আটক করা যায় নি। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি. তবে খুব তাড়াতাড়ি তাদের ধরা ধরা হবে বলে জানান তিনি। টোটো ফিরে পেয়ে এক চালক বলেন, সাত দিনের মধ্যে বর্তমান থানার পুলিশ আধিকারিকরা তার টোটো ফিরিয়ে দিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ দুঃস্থদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
তিনি ভাবেননি আর টোটোটি ফিরে পাবেন। এই টোটো চালিয়েই সংসার চলে। ফলে টোটো চুরি হয়ে যাওয়ায় এক সপ্তাহ তাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তিনি জানান, গাড়ি থেকে মালপত্র নামিয়ে দশ মিনিটের মধ্যে ফিরে এসেই তিনি দেখেন টোটো নেই। ফলে থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই সাত দিন কাটতে না কাটতেই চুরি হয়ে যাবার টোটো ফিরে পেলেন। টোটো ফিরে পাওয়ায় খুশি হয়েছেন তিনি।
Malobika Biswas