সংস্থার যৌথ উদ্যোগে এই দিন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের মোল্লার বিল তপশিলি নদী সংঘের মাঠ থেকে নাদন ঘাট মোড় হয়ে কালিনগর স্টেশন পর্যন্ত পদযাত্রা আয়োজিত হয়। গরমের হাত থেকে পরিবেশকে বাঁচাতে কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই বিষয়ে এদিনের কর্মসূচিটি আয়োজিত হয়।
আরও পড়ুন: ‘চা খাবে কি দাদা? চা!’ র্যাপ গেয়ে চা বিক্রি! তুমুল ভাইরাল চা-ওয়ালা শাহজাদা!
advertisement
সংস্থার পক্ষ থেকে সন্দীপন সরকার জানান , গরমের হাত থেকে নিস্তার পেতে এবং পরিবেশ দূষণ কমাতে বেশি করে প্রত্যেককেই গাছ লাগাতে হবে, এর পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে খুবই প্রয়োজন ছাড়া বাইক ব্যবহার বন্ধ করতে হবে, বাইক এর পরিবর্তে চালাতে হবে সাইকেল।
আরও পড়ুন:
পদযাত্রা শেষে ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং গরম থেকে বাঁচতে পরিবেশে কি কি প্রয়োজনীয় তা জানানো হয়। নিউ রিভোলিউশন ক্লাব এবং সুইচ অন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এর কর্মসূচিতে স্থানীয় যুবক যুবতীরা ছাড়াও যোগদান করেন অ্যাডভান্স ট্রেনিং একাডেমি ছাত্র-ছাত্রীরা। এদিন পদযাত্রায় বিভিন্ন সাইনবোর্ড প্লাকারের মধ্যে দিয়ে জনসাধারণের উদ্দেশ্যে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেয় এই দুটি সংস্থা।
Bonoarilal Chowdhury