জানা গেছে, ধৃত মনিপুরী মাদক কারবারীরা জেরায় জানিয়েছে দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে তাদের পাইকারী ক্রেতারা । এরাজ্যে মূলত তারা নদিয়া, হুগলি ও পূর্ব বর্ধমানে ব্রাউন সুগার সাপ্লাই দিত। তাদের অন্যতম ক্রেতা হল কাটোয়ার পঞ্চাননতলা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা মাদক কারবারী বাদশা মল্লিক। রাজ্য পুলিশের এসটিএফ ও কাটোয়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাদশাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছিল গত ১৫ অক্টোবর। বেশ কিছু হেরোইনও উদ্ধার হয় সেই সময়। আর বাদশাকে জেরা করেই দাঁইহাট মোড় থেকে একটি চারচাকা গাড়ি সমেত মনিপুরি গ্যাং এর চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তারা বাদশাকে মাদক সরবরাহ করতে এসেছিল । কিন্তু ইতিমধ্যেই পুলিশ যে বাদশাকে পাকড়াও করেছে তা তারা টের পায়নি।
advertisement
পুলিশের জেরায় বাদশা জানায়, সে মনিপুরি গ্যাংয়ের কাছ থেকে কেজি দরে ব্রাউন সুগার কিনত। তারপর তা নদিয়ায় প্রসেসিং করে হেরোইন বানিয়ে তা পুড়িয়া করে জেলায় জেলায় ছড়িয়ে দিত। পুলিশের অনুমান, আন্তর্জাতিক এই মাদক পাচার চক্রটি খুবই বড় মাপের। চক্রের বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ। এদিকে শুক্রবার ধৃত মনিপুরী গ্যাংকে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাদের শনিবার বর্ধমানের মাদক সংক্রান্ত আদালতে তোলার নির্দেশ দেন। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
Malobika biswas