TRENDING:

Bardhaman News: অবৈধ মজুদ বালি নিলাম হবে! রাজ্যের কয়েক কোটি টাকা আয়ের সম্ভাবনা!

Last Updated:

Bardhaman News: ৭৩ টি স্টক পয়েন্টে মোট চার কোটি ২৮ লক্ষ ১৭ হাজার ৬২৭ ঘনফুট বালি রয়েছে। এই পরিমাণ বালির সবটাই ই-অকশন অর্থাৎ নিলাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের তরফে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: জেলার সমস্ত নদ নদী থেকে বালি উত্তোলনের কাজ বন্ধ ছিল বর্ষার সময়ে। তবে সরকারি ও বেসরকারি ভাবে নির্মাণের কাজ চালিয়ে যেতে যাতে সমস্যার সৃষ্টি না হয় তার জন্য বর্ষাকালীন নদী ঘাট বন্ধের বেশ কিছু দিন আগে প্রশাসনের পক্ষ থেকে বৈধ বালি খাদান গুলোকে নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট পরিমাণ বালি মজুদের অনুমোদন দেওয়া হয়েছিল।
advertisement

কিন্তু এবছর ২৫ জুন সরকারি নির্দেশে জেলার সমস্ত বালিঘাট বন্ধ হয়ে যাওয়ার পর জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের জেলাজুড়ে একাধিক অভিযানে বালি মজুদের পরিমাণ ও স্থান নিয়ে বিস্তর ফারাক সামনে আসে। আর এরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়। সরকারিভাবে বাজেয়াপ্ত করা হয় অবৈধ মজুদ বালি। জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছে, এই মরশুমে এই সংক্রান্ত বিষয়ে জেলার ৭০টির‌ মতো ঘটনায় এফআইআরও করা হয়েছে।

advertisement

জেলা‌ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গলসি- এক ও দুই আউশগ্রাম এক ও দুই, বর্ধমান-এক ও দুই, রায়না-এক ও দুই, খণ্ডঘোষ, মঙ্গলকোট, কেতুগ্রাম-এক এবং কাটোয়া-এক নং ব্লকের মোট ৭৩টি স্টক পয়েন্টে বাজেয়াপ্ত করা বালি মজুদ রয়েছে। আর এই ৭৩ টি স্টক পয়েন্টে মোট চার কোটি ২৮ লক্ষ ১৭ হাজার ৬২৭ ঘনফুট বালি রয়েছে। এই পরিমাণ বালির সবটাই ই-অকশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জন্য মোট সংরক্ষিত মূল্য রাখা হয়েছে ৩০ কোটি ৭৬ লক্ষ ৬৩ হাজার ৪৪৪ টাকা। জেলা প্রশাসনের অনুমান, ই-অকশন করে সংরক্ষিত মূল্যের অনেক বেশি আয় করা সম্ভব হবে।

advertisement

এবিষয়ে অতিরিক্ত জেলাশাসক (ভূমি) ইউনিস রিসিন ইসমাইল বলেন, সরকারি নিয়ম লঙ্ঘন করে অনেকেই বালি মজুদ করেছে। সেই সমস্ত লিজ হোল্ডার ও অবৈধ মজুদকারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই অবৈধ বালির নিলাম করে ভাল আয় হবে বলে আশা করা হচ্ছে এবছর। সাধারণত বর্ষাকালীন সময়ে বেআইনিভাবে মজুদ করা বালি বাজেয়াপ্ত করে প্রশাসন। আবার অনুমতির অতিরিক্ত বালিও বাজেয়াপ্ত করা হয়। এবার সেই বাজেয়াপ্ত করা বালির নিলাম প্রক্রিয়া শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ইতিমধ্যে নিলামের জন্য নথি জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ২২ নভেম্বর সকাল ১০টা থেকে ২৩ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত ওই বালির ই-অকশন বা নিলাম হবে জেলার সদর দফতর থেকে বলে জানা গিয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News: অবৈধ মজুদ বালি নিলাম হবে! রাজ্যের কয়েক কোটি টাকা আয়ের সম্ভাবনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল