পুজোর আনন্দ শেষ হয়ে গিয়েও বর্ধমানবাসী উৎসবমুখর হয়ে রয়েছে। মেলার প্রথম দিনই উৎসব ময়দানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো । প্রতিটি স্টলেই উপচে পড়া ভিড় । বর্ধমান শহরের নাম জানার রেস্টুরেন্ট গুলি হাজির রয়েছে এই মেলায়। শুধু বর্ধমান নয় আশপাশের বিভিন্ন জেলা থেকে মেলায় অংশগ্রহণ করেছেন অনেকেই। নিজের নিজের খাবারের পসরা সাজিয়ে বসেছেন বহু বিক্রেতা । বাঁকুড়া, কলকাতার নাম করা বেশ কয়েকটি খাবার স্টল রয়েছে এই মেলায় ।
advertisement
আরও পড়ুন: বাড়িতেই তৈরি হচ্ছিল অবৈধ নকল মদ! ৮০০ লিটার স্পিরিট সহ গ্রেফতার এক!
দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই খাদ্য উৎসব। দুপুর ১২ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে নানা সংস্কৃতি অনুষ্ঠান । রেসিপি প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুইজ প্রতিযোগিতা, রেসিপির নাম জমা করার পর বাড়ি থেকে সেই রান্না করে এনে সেরা রান্নার প্রতিযোগিতা, ফুড আর্ট প্রতিযোগিতা ইত্যাদি । সব মিলিয়ে এই উৎসব সুস্বাদু খাবারের একটি মেগা কার্নিভাল তৈরি করবে বলেই আশাবাদী ফুডিজ ক্লাবের কর্মকর্তারা ।
Maoobika Biswas