TRENDING:

Bardhaman News: চা থেকে পান! নানা খাবারে সেজেছে বর্ধমানের খাদ্য মেলা! রইল ভিডিও

Last Updated:

Bardhaman News: বর্ধমানে শুরু হয়েছে খাদ্য মেলা। কী নেই এই মেলায়! দেখলেই মন খুশি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: বর্ধমানে শুরু হয়েছে খাদ্য মেলা। খাদ্যান্বেষণ ২০২২ অনুষ্ঠিত হচ্ছে বর্ধমানের উৎসব ময়দানে। এই মেলার আয়োজন করেছে বর্ধমান ফুডিস ক্লাব। মেলা চলবে ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত। মেলায় রয়েছে ৬০ টি খাবারের স্টল। তার মধ্যে চা থেকে শুরু করে পান সব কিছুই রয়েছে এই মেলায়। বর্ধমানে এই প্রথমবার এত বড়  খাদ্য মেলার আয়োজন হলো বলে জানাচ্ছে বর্ধমানবাসী।
advertisement

পুজোর আনন্দ শেষ হয়ে গিয়েও বর্ধমানবাসী উৎসবমুখর হয়ে রয়েছে। মেলার প্রথম দিনই উৎসব ময়দানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো । প্রতিটি স্টলেই উপচে পড়া ভিড় । বর্ধমান শহরের নাম জানার রেস্টুরেন্ট গুলি হাজির রয়েছে এই মেলায়। শুধু বর্ধমান নয় আশপাশের বিভিন্ন জেলা থেকে মেলায় অংশগ্রহণ করেছেন অনেকেই। নিজের নিজের খাবারের পসরা সাজিয়ে বসেছেন বহু বিক্রেতা । বাঁকুড়া, কলকাতার নাম করা বেশ কয়েকটি খাবার স্টল রয়েছে এই মেলায় ।

advertisement

আরও পড়ুন: বাড়িতেই তৈরি হচ্ছিল অবৈধ নকল মদ! ৮০০ লিটার স্পিরিট সহ গ্রেফতার এক!

দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই খাদ্য উৎসব। দুপুর ১২ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে নানা সংস্কৃতি অনুষ্ঠান । রেসিপি প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুইজ প্রতিযোগিতা, রেসিপির নাম জমা করার পর বাড়ি থেকে সেই রান্না করে এনে সেরা রান্নার প্রতিযোগিতা, ফুড আর্ট প্রতিযোগিতা ইত্যাদি । সব মিলিয়ে এই উৎসব সুস্বাদু খাবারের একটি মেগা কার্নিভাল তৈরি করবে বলেই আশাবাদী ফুডিজ ক্লাবের কর্মকর্তারা ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Maoobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News: চা থেকে পান! নানা খাবারে সেজেছে বর্ধমানের খাদ্য মেলা! রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল