চাকরি দেওয়ার নাম করে এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে শিশির মণ্ডলের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এই ঘটনার পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের পক্ষ থেকে তাঁকে পদত্যাগের নির্দেশে দেওয়া হয়। জানা গিয়েছে, দলের সর্বভারতীয় সাধারণ সস্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার নতুন চেয়ারম্যানকে হবেন তা নিয়ে শুক্রবারই বৈঠকে বসবে জেলা তৃণমূল।
advertisement
এই প্রসঙ্গে এদিন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “দাঁইহাট পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে যে অডিওটি বর্তমানে ক্রমাগত ভাইরাল হয়ে চলেছে, তা প্রকাশ্যে আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশিরবাবুকে পদত্যাগ করতে বলেছে দলের উচ্চ নেতৃত্ব। যদি ভাইরাল অডিও ক্লিপটি মিথ্যে বলে প্রমাণিত হয়, তবে দল পুনরায় সিদ্ধান্ত নিতে পারে।
যদিও এই ঘটনায় আগে থেকেই তাঁকে ফাঁসানো হয়ে চলেছে বলে দাবি করেন শিশির কুমার মণ্ডল। তিনি বলেন, "ওই মহিলাকে আমি চিনি না। আমার ছবি এবং গলা নকল করে চক্রান্ত করা হয়েছে। এই প্রসঙ্গে স্থানীয় থানায় একটি অভিযোগ পর্যন্ত দায়ের করেন শিশিরবাবু বলে দাবি তাঁর। দলীয় নেতৃত্বের তরফ থেকে তাঁকে পদত্যাগ করার নির্দেশ প্রসঙ্গে শিশিরবাবু বলেন, “থানায় আমি আমার অভিযোগ জানিয়েছি। পুলিশ তদন্ত করবে। তবে এই ঘটনায় তদন্ত যেন সঠিকভাবে হয়, সে বিষয়ে দলকে আমি অনুরোধ করতে চাই।”
Malobika Biswas