সেই থেকেই এদিক ওদিক ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত স্বামীর বাড়ি থেকে দূরে থাকা এক সন্তানের কাছে তার আশ্রয় হয়েছে। দীর্ঘ ১২ বছর আগে ভিন রাজ্যে বিয়ে হয়ে যাওয়া ২ কন্যা মায়ের এই করুন অবস্থার কথা জানতে পারেন। তারা ভিন রাজ্য থেকে ফিরে এসে মায়ের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করলে, তারাও লাঞ্ছিত হন বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: দিঘায় জগন্নাথ মন্দির! পুরীর থেকে আলাদা কোথায় ? জানালেন মুখ্যমন্ত্রী
ভিন রাজ্যে বিয়ে হয়ে যাওয়া দুই কন্যা সন্ধ্যা মজুমদার ও শ্রীলেখা সরকার শর্মা মাকে নিয়ে বিচার চাইতে কালনা আদালতে এসেছিলেন। এদিন সরকারি ছুটি থাকায় কালনা মহকুমা শাসককে অভিযোগ জানাতে না পারলেও, তারা কালনা মহাকুমা পুলিশ অফিসারকে লিখিত অভিযোগ জানাতে সক্ষম হয়েছেন। পাশাপাশি তারা কালনা আদালতেও একটি মামলা করেছেন। তাদের আইনজীবী সিদ্ধার্থ শংকর মন্ডল বলেন-- ঘটনাটি খুবই বেদনাদায়ক। আমি যথাসাধ্য চেষ্টা করব বৃদ্ধাকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার।
আরও পড়ুন:
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বৃদ্ধার অভিযুক্ত বড় ছেলে গৌরাঙ্গ সরকার । তিনি জানান মায়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কেউ মাকে অত্যাচার করে তাড়িয়ে দিইনি। আর ভাই-বোনেরা যে যার পৈতৃক সম্পত্তির হকদার, তাদেরও আমরা সম্পত্তির ভাগ দিতে রাজি আছি।
Bonoarilal Chowdhury





