Digha Jagannath Temple: দিঘায় জগন্নাথ মন্দির! পুরীর থেকে আলাদা কোথায় ? জানালেন মুখ্যমন্ত্রী

Last Updated:

Digha Jagannath Temple: দিঘায় পুরীর আদলে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হওয়া এই মন্দিরের বিশেষ কিছু বিষয় অবাক করবে! কেমন হবে মূর্তি? জানুন

+
দিঘায়

দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির

দিঘা: সমুদ্র সৈকত এলাকা দিঘা এমন একটি পর্যটন কেন্দ্র যেখানে বছরের অধিকাংশ সময় পর্যটকদের ভিড় দেখা যায়। রাজ্য, দেশ এমনকি বিদেশ থেকেও এই পর্যটন কেন্দ্রে আগমন ঘটে পর্যটকদের। পর্যটকরা এখানে দিঘা ছাড়াও ঘুরে দেখার সুযোগ পান মন্দারমনি, তাজপুর, শঙ্করপুরের মত সমুদ্র সৈকত এলাকা।আগামীতে দিঘা পর্যটন মানচিত্রে আলাদা নজর কাড়তে চলেছে জগন্নাথ দেব মন্দিরের কারণে। কারণ এই দীঘাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পুরীর আদলে জগন্নাথ দেব মন্দির খুব তাড়াতাড়ি খুলে যাবে।
দর্শনীয় স্থানের পাশাপাশি এবার দিঘা, পুরীর আদলে জগন্নাথ দেব মন্দিরের কারণে ধর্মীয় স্থান হয়ে উঠবে। এমনই আশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা থেকে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর জোর গতিতে চলছে এখানকার কাজ এবং সেই কাজের গতি পরিদর্শনে ৪ এপ্রিল মঙ্গলবার দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘা রেলওয়ে স্টেশনের পাশে কাছে ভগীব্রহ্মপুর মৌজায়। এই মন্দিরটি পুরীর মন্দিরের আদলে তৈরি হওয়ার পাশাপাশি হচ্ছে ৬৫ মিটার উচ্চ অর্থাৎ পুরীর মন্দিরের সমান।
advertisement
advertisement
আরও পড়ুন:
৫০০ কোটি টাকা ব্যয়ে ২০ একর জমির উপর তৈরি করা হচ্ছে এই মন্দির এবং মন্দির তৈরি করার ক্ষেত্রে রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথর ব্যবহার করা হচ্ছে। এদিন দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ কাজ পরিদর্শনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই মন্দির আগামী দিনে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। পুরীর মন্দিরের সমান উচ্চতা হবে এই মন্দিরের। মন্দিরে ভোগশালা রথ রাখার জায়গার পাশাপাশি ভক্তদের বসার জায়গা থাকবে। তিনি আরো জানান পুরীর মন্দিরের থেকে দীঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহ আলাদা হবে। পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহ নিম কাঠের তৈরি এখানে তা হবে মার্বেল পাথরের। আগামী এক বছরের মধ্যে মন্দির নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশা করছেন।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha Jagannath Temple: দিঘায় জগন্নাথ মন্দির! পুরীর থেকে আলাদা কোথায় ? জানালেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement