কিছুদিন আগে বর্ধমান মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে সবপক্ষের মতামতের ভিত্তিতে ঠিক হয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষকে বর্ধমান পুরসভা একটি শববাহী যান দান করবে। সেই অনুযায়ী শনিবার পুরসভার পক্ষ থেকে পুরপ্রধান পরেশ চন্দ্র সরকার হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এই শববাহী যান তুলে দেন।
আরও পড়ুন: ১০ ফেব্রুয়ারি কোচবিহারে শুরু হবে রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত মেলা
advertisement
এই বিষয়ে বর্ধমান পুরসভার পুরপ্রধান পরেশ চন্দ্র সরকার বলেন, "রোগী কল্যাণ সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয় যে পুরসভা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালকে এই গাড়ি দেবে। কারণ মৃতদেহগুলো যখন খোলা ভ্যানে করে নিয়ে যাওয়া হত, সেটা দেখে অনেকেই অস্বস্তিতে পড়তেন। আমাদের কাছেও এটা খুব লজ্জাজনক ব্যাপার ছিল। আগেও একটি শবদেহবাহী গাড়ি দেওয়া হয়েছে। আর আরও একটি দেওয়া হচ্ছে এদিন। ফের ১৫ দিন পর আবার একটি শবদেহবাহী গাড়ি দেওয়া হবে।"
মালবিকা বিশ্বাস





