এদিন এই সচেতনতা বার্তা দিতে যে রেলি বের হয় তাতে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এম সি আই সি প্রদীপ রহমান, স্থানীয় কাউন্সিলার রূপালী কৈবর্ত সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকগণ। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব তারাও সহযোগিতার হাত বাড়িয়েছেন। অন্যদিকে, বর্ধমান দু'নম্বর শাখারী পুকুর বিবেকানন্দ সেবক সংঘের পক্ষ থেকেও ডেঙ্গি সচেতনতার বার্তা দিতে বের করা হয় একটি ট্যাবলো।
advertisement
আরও পড়ুনঃ এখনও মেলেনি ক্ষতিপূরণ! রাস্তা অবরোধ করে বিক্ষোভ মেমারীর আলু চাষীদের
ওয়ার্ডের প্রতিটি এলাকায় স্প্রে দেওয়া হয় যাতে কোন রকম ডেঙ্গি সংক্রমণ আর না বাড়ে। প্রতিটি এলাকায় বর্ধমান শহরে পৌরসভার পক্ষ থেকে সচেতনতা বার্তা দিতে যেমন করা হয়েছে রেলি তেমনই বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে, সতর্ক করা হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব তারাও সহযোগিতা হাত বাড়িয়েছেন। এরই নজির দেখা গেল শহর বর্ধমানে দু নং ওয়ার্ডে।
Malobika Biswas