এই প্রসঙ্গে বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানান, ‘‘৬২০ বর্গফুটে অবৈধভাবে পাঁচতলা বাড়ি তৈরি হচ্ছিল । এক নম্বর ওয়ার্ডে আজ সকাল থেকে একটা অভিযোগ আসছিল । খাগড়াগড়ে অবৈধভাবে একটা পাঁচতলা বাড়ি তৈরি হচ্ছে এবং ঢালাই হয়ে গিয়েছে। সব জানার পরে আমি পুরসভা থেকে ইঞ্জিনিয়ার পাঠাই। ইঞ্জিনিয়াররা যাওয়ার পর সব দেখে বাড়িটির ছবি তোলেন । মালিকের খোঁজ করা হলে মালিক সামনে আসেনি । ওরা বাড়ির মালিকের নাম জানতে পারে না । পরবর্তীতে আমি নিজে গিয়ে পাঁচতলা বাড়ি তৈরির পারমিশনের, সমস্ত কাগজপত্র দেখতে চাইলে তারা কিছুই দেখাতে পারেিন ।’’ পরেশবাবু আরও জানান যে অবশেষে বাড়ির মালিক শেখ বাবু হাজির হন । তার পর পুরসভার চেয়্যারম্যান কাছে শেখ বাবু স্বীকার করেন যে এই বাড়ি তৈরির কাজ তিনি করাচ্ছেন, যা কাগজ লাগে সে সব তাঁর কাছে নেই।
advertisement
তবে এর বাইরে বাড়ির মালিক শেখ বাবু আর কিছু বলতে চাননি। পরবর্তীতে পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার তাকে পুরসভায় দেখা করার জন্য যেতে বলেন। আপাতত চেয়্যারম্যানের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে ওই বাড়ি তৈরির কাজ ।