পূর্ব বর্ধমান: রাজ্যের শস্য ভাণ্ডার বলে পরিচিত পূর্ব বর্ধমান জেলা। সারা রাজ্যের মধ্যে ধান সহ অন্যান্য বেশ কিছু ফসল সবচেয়ে বেশি এই জেলাতেই উৎপাদন হয়। এই জেলার অর্থনীতি কৃষি নির্ভর। ফলে প্রাকৃতিক বিপর্যয় হোক বা অন্য কোনও কারণে চাষাবাদের ক্ষতি হলে গোটা জেলার অর্থনীতির উপর বড় প্রভাব পড়ে। আর সেই কারণেই কৃষকদের ফসলের বিমা করায় উৎসাহ দিচ্ছে সরকার। তাই রাজ্য চালু করেছে বাংলা শস্য বিমা। তা নিয়ে সাধারণ কৃষকদের সচেতন করতে বিশেষ শিবির আয়োজিত হল পূর্ব বর্ধমান জেলায়।
বর্ধমান শহরের সাংস্কৃতি লোকমঞ্চে কৃষকদের নিয়ে এই শিবির আয়োজন করা হয়। বুধবারের এই শিবিরে জেলার বিভিন্ন ব্লক থেকে কৃষকরা যোগদান করেন। এখানে মূলত শস্য বিমা কেন প্রয়োজন, বাংলা শস্য বিমা কীভাবে করতে হবে সেই বিষয়ে কৃষকদের বোঝানো হয়। এই প্রকল্পের ফর্ম ফিলাপের সময় কৃষকদের সচেতন থাকার পরামর্শ দেন সরকারি আধিকারিকরা। এর জন্য কৃষকদের যে বিমার কোনও প্রিমিয়াম দিতে হবে না সেটাও জানান আধিকারিকরা।
এদিনের এই সচেতনতা শিবির প্রসঙ্গে কৃষি অধিকর্তা জানিয়েছেন, বাংলার শস্য বিমা নিয়ে কৃষকদের সচেতন করার উদ্যোগ নিয়েছি আমরা। বিভিন্ন ব্লক থেকে কৃষকরা এসেছিলেন। পাশাপাশি এই শিবির থেকে ধান বিক্রি সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করা হয়। গত বছর জেলার ৫ লক্ষ কৃষক বাংলা শস্য বিমা করেছিলেন বলে জানা গিয়েছে।