Chandrayaan-3: চন্দ্রযান-৩ এর সাফল্য কামনায় দিকে দিকে হোম-যজ্ঞ বিজেপির
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বিজ্ঞানের সাফল্য কামনায় পুজো-পাঠ! চন্দ্রযান-৩ এর সফট ল্যান্ডিং চেয়ে বালুরঘাটে পুজোর আয়োজন বিজেপির
দক্ষিণ দিনাজপুর: আর ঘণ্টাখানেকের অপেক্ষা। তারপরই ভারতীয় মহাকাশ বিজ্ঞান চর্চা এক ধাক্কায় এগিয়ে যাবে কয়েকগুণ পথ। বিকেল সাড়ে পাঁচটার পর চন্দ্রযান-৩ এর চূড়ান্ত অবতরণ প্রক্রিয়া শুরু হবে। ইসরো সূত্রে জানা গিয়েছে, সন্ধে ৬ টার পর চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার কথা চন্দ্রযান-৩ এর। এবার যাতে চন্দ্রযান সম্পূর্ণ নিরাপদে পরিকল্পনামাফিক চাঁদের মাটি ছুঁতে পারে তার জন্য প্রার্থনা, যাগ-যজ্ঞ শুরু হয়েছে দেশজুড়ে। সেই তালিকায় নাম আছে আমাদের রাজ্যের দক্ষিণ দিনাজপুরেরও। চন্দ্রযান-৩ এর সফল অবতরণ চেয়ে বুধবার রীতিমতো মণ্ডপ বেঁধে মন্দিরের সামনে হোম-যজ্ঞ আয়োজিত করল বিজেপি!
চন্দ্রযান-৩ এর সাফল্যের দিকে শুধু ভারতীয়রা নয় গোটা বিশ্বের নজর আছে। কারণ সম্প্রতি রাশিয়ার লুনা-২৫ চাঁদের মাটি ছোঁয়ার আগেই ভেঙে পড়ে। তবে বিজ্ঞানীদের আশা চন্দ্রযান-৩ কোনরকম বিপত্তি ছাড়াই নিরাপদে চাঁদের বুকে নামতে সফল হবে। আর সেই লক্ষ্যেই বুধবার সকাল আটটা থেকে বিজেপির উদ্যোগে বালুরঘাটে হোম-যজ্ঞ শুরু হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপির শীর্ষ নেতারা।
advertisement
advertisement
২০১৯ সালে ইসরোর চন্দ্রযান-২ চাঁদের কক্ষপথে প্রবেশের পরেও শেষ মুহূর্তে ভেঙে পড়ে। ফলে সেবার সফল অবতরণ হয়নি। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবং চন্দ্রযান-৩ এর অভিযানের সাফল্য কামনায় এই পুজো-পাঠের আয়োজন বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে বিজ্ঞানের সাফল্য কামনায় এইভাবে হোম-যজ্ঞ নিয়ে কটাক্ষ ভেসে এসেছে যুক্তিবাদী শিবিরের দিক থেকে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 4:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Chandrayaan-3: চন্দ্রযান-৩ এর সাফল্য কামনায় দিকে দিকে হোম-যজ্ঞ বিজেপির