West Medinipur News: স্কুলের প্রেয়ার লাইনে চন্দ্রযান-৩ এর সফট ল্যান্ডিংয়ের জন্য প্রার্থনা!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
চন্দ্রযান-৩ এর চাঁদের বুকে সফট ল্যান্ডিং চেয়ে পশ্চিম মেদিনীপুরের স্কুলে প্রার্থনা করল পড়ুয়ারা
পশ্চিম মেদিনীপুর: স্কুল শুরুর আগে রোজের মতোই বুধবারও প্রার্থনা শুরু হয়েছিল। কিন্তু অন্যান্য দিনের থেকে আজকের প্রার্থনা ছিল বেশ খানিকটা আলাদা। চন্দ্রযান-৩ এর সফট ল্যান্ডিং বা চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের জন্য প্রার্থনা করল নারায়ণগড়ের দ্য অ্যাকাডেমিক এক্সেলেন্সের ছাত্র-ছাত্রীরা।
পশ্চিম মেদিনীপুরের এই বাংলা মাধ্যম স্কুলের পড়ুয়াদের এমন প্রার্থনার কথা জানাজানি হতেই তাদের প্রশংসায় ভরিয়ে দিয়েছে আমজনতা। বিষয়টি ইতিমধ্যে সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। বুধবার সন্ধে ৬ টা থেকে সাড়ে ৬ কার মধ্যে চাঁদের অন্ধকারাচ্ছন্ন দক্ষিণ মেরুতে অবতরণের কথা চন্দ্রযান-৩ এর। তা নিয়ে দেশবাসীর যেমন প্রবল উচ্ছ্বাস আছে তেমনই সকলে চরম উৎকণ্ঠায় রয়েছেন। সকলের একটাই প্রার্থনা, চন্দ্রযান-২ এর মতো এবার আর ব্যর্থতা নয়, যেন সফলভাবে চাঁদের বুকে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান-৩। সারা ভারতের সেই প্রার্থনায় যোগ দিল দ্য অ্যাকাডেমিক এক্সেলেন্সের পড়ুয়ারা।
advertisement
advertisement
এদিন নারায়ণগড়ের দ্য অ্যাকাডেমিক এক্সেলেন্সের ছাত্র-ছাত্রীরা স্কুলের প্রার্থনা লাইনে জাতীয় সঙ্গীতের পাশাপাশি চন্দ্রযান ৩-এর সফল অবতরণ নিয়ে প্রার্থনা করে। তাতে যোগ দিয়েছিলেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মী সকলে। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বানানো চন্দ্রযানের রেপ্লিকাকে পাশে রেখে এই প্রার্থনা হয়। পঞ্চম শ্রেণির ছাত্র শুভদীপ সাউ জানিয়েছে, দেশের কাছে সত্যিই গর্বের বিষয় চন্দ্রযান-৩। আমরা চাই সফলভাবে চাঁদে ল্যান্ড করুক। একই বক্তব্য অষ্টম শ্রেণির লিলি দত্তের। এই স্কুলের প্রিন্সিপাল ননীগোপাল শিট বলেন, সমগ্র ভারতবাসীর কাছে আজ দিনটা অত্যন্ত গর্বের হতে চলেছে। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড গুনছি। তাই ছাত্র-ছাত্রীদের হাতে বানানো এই চন্দ্রযানকে সামনে রেখে ভারতীয় বিজ্ঞানীদের তৈরি চন্দ্রযানের সাফল্য কামনা করলাম আমরা।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 4:31 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: স্কুলের প্রেয়ার লাইনে চন্দ্রযান-৩ এর সফট ল্যান্ডিংয়ের জন্য প্রার্থনা!