নিজের জমিতেই পোল্ট্রি ফার্ম তৈরি করেছিলেন তিনি। আর সেই ফার্মের উপর দিয়েই চলে গিয়েছে ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তার। যা ক্ষতি করতে পারে আশঙ্কা করে আগেভাগেই জমির মালিক দফতরে জানিয়েছিলেন। আর এরই মধ্যে দুবার ওই ১১ হাজার ভোল্টেজের তার ছিড়ে গিয়েও ছিল। তবে তারপরও বিদ্যুৎ দফতর সেফটির জন্য কোন ব্যবস্থা করেনি।
advertisement
আর এসবের মধ্যেই এদিন ওই ১১ হাজার ভোল্টেজের তার ছিড়ে পরে শর্ট সার্কিট হয়ে মনজের পোল্ট্রি ফার্ম এর উপর। আর তার পরই সব শেষ। দুটি পোল্ট্রি ফার্মের সমস্ত মুরগী পুড়ে যায় নিমেষের মধ্যে। স্বাভাবিকভাবেই আগুন লাগার এই ঘটনায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুরম্ব গ্রামে।
Malobika Biswas
Location :
First Published :
December 30, 2022 5:49 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: আগুনে ভষ্মীভূত দুটি পোল্ট্রি ফার্ম, মারা গেল প্রায় ২৫০০ টি মুরগী!