TRENDING:

Purba Bardhaman News: টাকার অভাবে ঘরে ফিরছে না ভিন রাজ্যে গিয়ে মৃত আদিবাসী শ্রমিকের দেহ

Last Updated:

টাকার অভাবে ঘরে ফিরছে না ভিন রাজ্যে গিয়ে মৃত শ্রমিকের দেহ। প্রশাসনের সাহায্যের আশায় বসে আদিবাসী মহিলার পরিবার। আবারও ভিন রাজ্যে গিয়ে করুন পরিণতি পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে গিয়েছিলেন কাজের আশায় দু পয়সা রোজগার করতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : টাকার অভাবে ঘরে ফিরছে না ভিন রাজ্যে গিয়ে মৃত শ্রমিকের দেহ। প্রশাসনের সাহায্যের আশায় বসে আদিবাসী মহিলার পরিবার। আবারও ভিন রাজ্যে গিয়ে করুন পরিণতি পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে গিয়েছিলেন কাজের আশায় দু পয়সা রোজগার করতে। কিন্তু সেখানে গিয়ে মর্মান্তিক পরিণতি। সাপের কাপড়ে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিক সোনামণি সরেনের। তামিলনাড়ুতে গিয়েছিলেন ভাতারের কুলনগর গ্রামের আদিবাসী মহিলা সোনামণি সরেন। সেখানেই সাপের কামড়ে মৃতু হয়েছে সোনামনির।
advertisement

শোকের ছায়া দরিদ্র আদিবাসী মহিলার পরিবারে। তবে আর্থিক অবস্থা এতটাই করুন যে সুদূর দক্ষিণ ভারত থেকে দেহ ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বাড়িতে। স্থানীয়রা কিছু সাহায্য করেছে বটে , তবে তা যথেষ্ট নয়। তাই প্রশাসনের সাহায্যের আসায় বসে আছেন সোনামণি সরেনের পরিবার। বাড়িতে দুই ছেলে মেয়েকে রেখে সংসার চালানোর দায়ে তামিলনাড়ুতে গিয়েছিলেন এই সোনামণি। সেখানেই একটি অপরিচ্ছন্ন ঘরে থাকতেন তিনি। সেখানেই সাপে কামরায় তাকে।

advertisement

আরও পড়ুনঃ দুয়ারে সরকার চালু হতেই গুসকরার শিবিরে উপচে পড়া ভিড়!

এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সোনামণিকে। সোনামণির মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা গ্রামে। মৃতদেহ অনার চেষ্টা শুরু করে পরিবারের সদস্যরা। তবে আর্থিক ভাবে সচ্ছল না হওয়ায় মৃত দেহ আনতে বিপাকে পড়তে হয় তাঁদের। আর এরই মধ্যে স্থানীয়রা বাড়িয়ে দেন সাহায্যের হাত।

advertisement

আরও পড়ুনঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মৃত্যু হল এক প্রাথমিক স্কুল শিক্ষকের

এদিকে খবর পেয়ে ওই আদিবাসী পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে যান বর্ধমান জেলার বিজেপি সভাপতি অভিজিৎ তা। অন্যদিকে মৃতের পরিবারের সদস্যের সঙ্গে ফোনে যোগাযোগ করেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তিনি সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে, সাংসদের নির্দেশেই জেলা সভাপতি সেই মৃত পরিবারকে আর্থিক সাহায্যও করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: টাকার অভাবে ঘরে ফিরছে না ভিন রাজ্যে গিয়ে মৃত আদিবাসী শ্রমিকের দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল