ঐশীর বাবা-মা যোগাযোগ করেন বর্ধমানের ‘মানুষ মানুষের জন্য’ স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। এরপরই মেয়ের ইচ্ছে পূরণ করতে এই সংস্থার সহযোগিতায় পালন করলেন মেয়ের জন্মদিন। এদিন রেল লাইনের ধারে থাকা পথ শিশুদের সঙ্গে জন্মদিন কাটাল ঐশী। শুধু শিশুরাই নয় বর্ধমান স্টেশন সংলগ্ন যে সমস্ত মানুষ ঠিকমতো খেতে পান না প্রতিদিন তাদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মেনুতে ছিল বিরিয়ানি, মাংস আর মিষ্টি।
advertisement
আরও পড়ুনঃ মাথার উপর ভরসার ছাদ হল কার অ্যাসোসিয়েশন, মাধ্যমিক পর্যন্ত চিন্তা নেই নাবালকের
পাশাপাশি পথ শিশুদের দেওয়া হল খাতা পেন পেন্সিল। সমাজে পিছিয়ে পড়া পথ শিশুদের নিয়ে কাজ করে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি। শুধু শিশুদেরই নয় সারাদিন আমরা যাদের পথের ধারে করে থাকতে দেখি তাদের নিয়োগ কাজ করে এই সংস্থা। তাই এই ঐশীদের মত এভাবে জন্মদিন পালন করার কথা শুনলে সাহায্যের হাত বাড়িয়ে দেন মানুষ মানুষের জন্য সংস্থার সদস্যরা।
Malobika Biswas