একটি অদ্ভুত দেখতে কেউ বা কিছু নেমে আসছে ট্রাকের সামনের কাচ থেকে। আর গা ছমছম করা শব্দ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এটা কালনা ফেরিঘাট চত্বর, কিন্তু কালনা ফেরিঘাট চত্বরে এলাকাবাসীরা জানান, এটা কালনা ফেরিঘাট চত্বরের ঘটনা নয়, এই পর্দা দেওয়া ঘর কালনা ফেরিঘাট চত্বরে আশেপাশে কোথাও নেই, সুতরাং এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ভিডিওটি ভাইরাল করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ টুনি বালবের যুগেও নিজের জায়গা টিকিয়ে রেখেছে মাটির প্রদীপ
স্থানীয় এক দোকানদার জানান, এই ভিডিও দেখে অনেক মেয়েরা ভয় পাচ্ছে, তারা সন্ধ্যের পর কালনা প্রাইভেট টিউশন পড়ে , গঙ্গা পেরিয়ে ওপারে যায়, সুতরাং এই ভাইরাল ভিডিওতে তারা একটু আতঙ্কিতই হয়ে পড়েছে। অন্যদিকে, বিজ্ঞান মঞ্চের সদস্য আশু পাল জানান ভূত বলে কিছু নেই , এটা কালনা ফেরিঘাট চত্বরে নয় কিছু মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ভিডিও ভাইরাল করা হয়েছে । তবে এতে ভয় পাওয়ার কিছু নেই।
Malobika Biswas